গত কাল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্বাবিদ্যালেয়র ছাত্র ও বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক বিপুল তার নিজ ক্যাম্পাসে এক কর্মচারির ছুরিকাঘাতে নিহত হন। সে পেশার জন্য একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিল। আমরা ভেটেরিনারিয়ানগন তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এখন পরযন্ত খুনের প্রকৃত কারন জানা যায় নি। আমরা সংশ্লিষ্ট করতৃপক্ষের নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি। সূত্র: নিজ, মাধ্যম মোবাইল ফোন।
বিষয়বস্তুবিপুল ভেটেরিনারি ছাত্র ফেডারেশন ভেটেরিনারিয়ান খুন
এটাও দেখতে পারেন
টেলিভিশনে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সারাবাংলার ভেটেরিনারিয়ানদের নিন্দার ঝড়ঃ মহাসচিবের প্রত্যাখ্যান
প্রাণিসম্পদ অধিদপ্তরের ভবন ও জায়গা দখল করে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন বাণিজ্য করছে, এমন শিরোনামে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে …
Vetsbd Livestock related only Bangla blog
আমরা শোকাহত! তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ছেলেটির বাড়ী কোথায়?
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।