গত ১ জুন অনুষ্ঠিত হয়ে গেল ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। কারো কাছে প্রশ্ন বেশ সহজ হয়েছে আবার কারো কাছে কোন কোন বিষয়ের প্রশ্ন একটু কঠিন হয়েছে। কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে তুলনামূলকভাবে প্রশ্ন বেশ সহজ হয়েছে। ৬০ নম্বরের বেশী না পেলে নাকি আশা কম। নিচে সম্ভাব্য উত্তরপত্র দেয়া হলো, মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা.. ও হ্যা, যদি কেউ ৭০ এর বেশি পেয়ে যান তবে আমার ঠিকানায় মিষ্টি পাঠাতে ভুলবেন না কিন্তু…
এটি ১নং সেট, মানে চামেলী (চিকনি চামেলি, ক্যাটরিনা কাইফ!)
কোন উত্তর সন্দেহ হলে তা নিচে মন্তব্য করে জানাতে পারেন, তাতে অন্যদের সুবিধা হবে।
৮৯ নম্বর প্রশ্নের উত্তর হবে (খ) ৫৫, কারন এতে ৯ম নয় চেয়েছে ১০ম পদ।
ভাই, ৯ নম্বর প্রশ্নের সমাধান কি ঠিক আছে?