৩০তম বিসিএসে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নির্ধারিত পদে যোগ্যতাবহির্ভূত ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ করে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল। এ নিয়োগ বাংলাদেশ ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অর্ডিনেন্স-১৯৮২ অ্যাক্টের লঙ্ঘন বলেও তারা দাবি করেন।
গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নিবন্ধক মো. ইমরান হোসেন খান এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, পশুসম্পদ ক্যাডারে নিয়োগে বিকল্প যোগ্যতা হিসেবে চাওয়া পশু চিকিৎসা বিজ্ঞান এবং পশুপালন বিজ্ঞানে বিএসসি ডিগ্রির অস্তিত্ব ১৯৬২ সালের পর থেকে নেই। পিএসসি অসাবধানতাবশত পশুসম্পদ ক্যাডারে চূড়ান্ত ফল প্রকাশের সময় যোগ্যতার বিষয়টি বিবেচনায় না এনে ১৪৮ জন প্রার্থীর মধ্যে যোগ্যতাবহির্ভূত পশুপালন বিষয়ে অনার্স ডিগ্রিধারী ১৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে, যা বাংলাদেশ ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অর্ডিনেন্স-১৯৮২ অ্যাক্টের লঙ্ঘন। তিনি বলেন, বিধি লঙ্ঘন করে যোগ্যতাবহির্ভূত নিয়োগ পাওয়া ১৫ জন অভেটেরিনারিয়ানের নিয়োগ বাতিল করতে হবে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) ৩০তম বিসিএসের বিজ্ঞপ্তিতে পশুসম্পদ ক্যাডারে ভেটেরিনারি ক্যাডারে ভেটেরিনারি সার্জন/বৈজ্ঞানিক কর্মকর্তা/প্রভাষক পদে নিয়োগের জন্য দ্বিতীয় শ্রেণীর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিসহ রেজিস্টার্ড ভেটেরিনারি প্র্যাকটিশনার (বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের প্র্যাকটিশনার্স রেজিস্ট্রেশন) হতে হবে অথবা পশু চিকিৎসা বিজ্ঞান এবং পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ডিগ্রি চাওয়া হয়।
তিনি জানান, এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে ফল প্রকাশের আগেই লিখিতভাবে জানানো হয়েছে। ওই সময় পিএসসির চেয়ারম্যান বলেছিলেন একটু ভুল হয়ে গেছে, সুপারিশকৃতদের নিয়োগ বাতিল করা হবে। সুপারিশকৃত ১৫ জনের নিয়োগ বাতিল না করে সম্প্রতি তাদের পদায়ন করা হয়েছে উল্লেখ করে ইমরান হোসেন বলেন, এদের নিয়োগ বাতিল করে শুধু রেজিস্টার্ড ভেটেরিনিয়াল প্র্যাকটিশনার নিয়োগ দেওয়া হোক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি আবদুর রউফ মোল্লা, উপ-রেজিস্ট্রার গোপাল চন্দ্র বিশ্বাস ও বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।
উল্লেখ্য প্রকৃত সংখ্যাটি ১৫ জন নাকি ১৮ জন হবে এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
Vetsbd Livestock related only Bangla blog
Why only one paper published the news.