ভেটসবিডিঃ আনুষ্ঠানিক যাত্রার ১মাস পূর্তি, নতুন মাত্রায় আপনার ভেটসবিডি, গঠিত হচ্ছে ‘ভেটসবিডি ক্লাব’

আপনাদের সহযোগীতায় গত ২৮ মে ভেটসবিডির আনুষ্ঠানিক যাত্রার এক মাস পূর্তি হলো। 🙂 এই এক মাসে আপনাদের সাথে নিয়ে ভেটসবিডি তার কাঙ্খিত লক্ষ্যের চেয়েও এগিয়ে এসেছে অনেকটা দূর (নিচের পরিসংখ্যান দেখলে কিছুটা বোঝা যাবে)। আর তাই অকুণ্ঠচিত্তে আপনাদের জানাই অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা। ভেটেরিনারিয়ানদের জেগে ওঠার এই প্লাটফরমকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যারা অগ্রনী ভূমিকা রেখেছেন অর্থাৎ সময়োপযোগী আর্টিকেল লিখেছেন, রেখেছেন মূল্যবান ও সুচিন্তিত মতামত তাদের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছিল বলেই আমি সাইটের কাঠামো উন্নয়ন, নিত্ত নতুন সার্ভিস সংয়োজন ইত্যাদি কাজে সময় দিতে পেরেছি। নিচে বিগত এই এক মাসের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরছি


গত ২৮ এপ্রিল থেকে ২৮ মে এই এক মাসে –

আর্টিকেল প্রকাশিত হয়েছে মোট – ৩৪টি

আর্টিকেল লিখেছেন মোট ——- ১০ জন

মোট মন্তব্য প্রকাশিত হয়েছে—– ৬৮ টি

মোট মন্তব্য করেছেন————১৫ জন

এই এক মাসে যারা আর্টিকেল লিখেছেনঃ

ডা. মইন———————— ৫টি

zaman———————— ৪টি

মোঃ মহির উদ্দীন—————– ৩টি

ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান——- ২টি

হৃদ রহমান———————– ২টি

morshed——————— ২টি

ডাঃ কাজী আশরাফুল ইসলাম——–১টি

pappudvm——————- ১টি

DR. MD. AMINUL ISLAM-১টি এবং

ডাঃ তায়ফুর রহমান (এডমিন) ——- ১৩টি

এই এক মাসে (এডমিন বাদে) যারা মন্তব্য করেছেন তারা হলেনঃ

ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান  ———— ৭টি

ডাঃ মইন —————————— ৬টি

dr. salah uddin bhuiyan  ——– ৪টি

Ariful islam ———————– ৪টি

ডা: রাজীব দত্ত ————————- ৩টি

zaman —————————– ৩টি

ডাঃ কাজী আশরাফুল ইসলাম  ————- ২টি

হৃদ রহমান —————————-২টি

ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির— ১টি

Md. Liton Arefin —————- ১টি

Rahul Avi  ———————— ১টি

DR. Anjuman Ara Bhuyan —–১টি

pappudvm ———- ————–১ টি

ডা: মিনার ——————– ———১ টি

ডাঃ খোন্দকার সাগর আহমেদ ——– —- ১টি

উল্লেখযোগ্য কয়েকটি আর্টিকেলঃ

মুরগির জিহ্বায় টেস্ট বাড লিখেছেনঃ ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান

নোবেল বিজয়ী ভেটেরিনারিয়ান লিখেছেনঃ ডা. মইন

রাণিক্ষেত রোগের চিকিৎসা লিখেছেনঃ ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

Livestock Products Of SQUARE লিখেছেনঃ zaman

মুরগির ওপর পরিবেশের উচ্চ তাপমাত্রার প্রভাব লিখেছেনঃ মোঃ মহির উদ্দীন

নভিস (NOVICE- Network Of Veterinary ICT in Education)-একটি ভেটেরিনারি অনলাইন কমিউনিটি লিখেছেনঃ ডা. মইন

মুরগির এসপারজিলোসিস রোগ পরিচিতি লিখেছেনঃ ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

বিশ্বের প্রথম হাতে তৈরি ক্লোন করা ট্রান্সজেনিক ভেড়া জন্ম নিল চীনে লিখেছেনঃ ডা. মইন

 

এই সময়ের মধ্যে ভেটেসবিডি বাংলাদেশ ভেটেরিনারি মাইক্রোবায়োলজি এণ্ড পাবলিক হেলথ সোসাইটি’র প্রথম বার্ষিক সম্মেলন এর অনলাইন মিডিয়া পার্টনার ছিল। সেটি নিয়ে সংবাদ ভিত্তিক যে আর্টিকেলটি প্রকাশিত হয়েছিল তা হলোঃ

বাংলাদেশ ভেটেরিনারি মাইক্রোবায়োলজি এণ্ড পাবলিক হেলথ সোসাইটি’র প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

বিশেষভাবে উল্লেখযোগ্য চাকরির খোঁজে (সর্বশেষ আপডেট ২৭ মে’২০১২) । এই আর্টিকেলটি এই এক মাসে বেশ কয়েকবার আপডেট করার মাধ্যমে চেষ্টা করেছি চাকরির-বাকরির তরতাজা খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেবার।

 

এই সময়ের মধ্যে কতজন রেজিষ্টার্ড সদস্য হয়েছেন সেই পরিসংখ্যানটি দিতে পারলাম না, তবে বর্তমানে রেজিষ্টার্ড সদস্যের সংখ্যা ১১২। আর যখন এই আর্টিকেলটি লিখছি তখন পর্যন্ত ইউনিক ভিজিটরের সংখ্যা ৮২০ এবং ২,৬৭২ বার সাইটটি দেখা হয়েছে।( *এই পরিসংখ্যান গুগল এনালাইটিকের সাহায্যে পাওয়া।)

 

অবকাঠামোগত ও সুযোগ-সুবিধাগত পরিবর্তনঃ

বিগত এক মাসে সাইটের অবকাঠামোগত ও সুযোগ-সুবিধাগত যেসব পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে তার মধ্যে স্ক্রলিং আকারে সাম্প্রতিক আর্টিকেলগুলো দেখানো, কোন আর্টিকেল কতজন প্রিয়তে যুক্ত করেছেন, নীড় পাতায় আর্টিকেল ও মন্তব্য লেখকদের ছবি সংযোজন, গ্লোবালি রিকগনাইজড এভাটারের মাধ্যমে মন্তব্যকারী ও আর্টিকেল লেখকের ছবি যুক্ত করা, ধারাবাহিক আর্টিকেল লিখার সুবিধা, মন্তব্য প্রদানে নতুন স্টাইল সংযোজন ও ইমেইল এলার্ট সার্ভিস, সাইটের ইউনিক ভিজিটরের পরিসংখ্যান প্রদর্শন ইত্যাদি উল্লেখযোগ্য। সাইটের কলেবর বৃদ্ধির সাথে সাথে এর হোস্টিং স্পেস ও ব্যাণ্ডওয়াইথও বাড়াতে হয়েছে, যাতে করে আপনারা কখনই সাইটটি দেখতে গিয়ে কোন অসুবিধায় না পড়েন। (এতোসব সুবিধা যোগ করতে প্রতিনিয়ত অর্থের প্রয়োজন হয়েছে এবং এখনও হচ্ছে, তাছাড়া সামনে আরো বড় লক্ষ্যের দিকে ভেটসবিডি এগিয়ে যাচ্ছে, তাই ভেটসবিডির সুষ্ঠু পরিচালনার স্বার্থে ২/১টি বিজ্ঞাপন আর না নিলেই হচ্ছে না)

 

ভবিষ্যৎ লক্ষ্যঃ

“ভেটসবিডি ক্লাব” নামে নতুন একটি পাঠক সমাবেশ তথা নতুন একটি সামাজিক আন্দোলনের প্লাটফরম গড়ে তোলা ভেটসবিডির সামনের লক্ষ্য। বিশ্ববিদ্যালয় ভিত্তিক এই ক্লাবগুলোর কাজ হবে ক্লাবের সদস্যদের মাঝে তথ্য ও জ্ঞান আদান-প্রদান সহজ ও জোড়দার করা, ভেটেরিনারি পেশার উন্নয়ন তথা দেশের প্রাণিসম্পদ উন্নয়নে অংশিদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা এনথ্রাক্স এর মতো রোগ-ব্যাধী প্রতিরোধে সরকারকে সহায়তা করা, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড যেমন রক্তদান করা, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সহায়তা করা ইত্যাদি।

আমরা চাই প্রত্যেকটি ভেটেরিনারিয়ান দক্ষতা, উৎকর্ষতা আর প্রচণ্ড আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে উঠবে। সমাজে তাদের অবস্থানকে আরো সুদৃঢ় করবে। নিভু নিভু সামাজিক মর্জাদাকে করে তুলবে ভিষণভাবে প্রজ্বলিত। এই কামনায়-

ডাঃ তায়ফুর রহমান

এডমিন

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

বন্যা কবলিত এলাকার প্রাণিদের জন্য করণীয়

আমাদের দেশের উত্তরাঞ্চল অর্থাৎ কুড়িগ্রাম লালমনিরহাটে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রায় সকলের বাড়িতেই পানি …

৭ মন্তব্য

  1. ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান

    ভাল লাগলো পরিসংখ্যান দেখে। দোয়া করি ভেটসবিডি.কম আরও এগিয়ে যাবে তার কাংখীত ঠিকানায়। আমি ছিলাম, আছি এবং থাকবো। ধন্যবাদ ডাঃ তায়ফুর, ধন্যবাদ ভেটসবিডির সকলকে।

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আপনাকেও ধন্যবাদ। আপনাদের প্রত্যয় আমাকে আত্মবিশ্বাস দেয়, সামনে চলার প্রেরণা যোগায়।

  2. “ভেটসবিডি ক্লাব” নামে নতুন একটি পাঠক সমাবেশ তথা নতুন একটি সামাজিক আন্দোলনের প্লাটফরম গড়ে তোলা ভেটসবিডির সামনের লক্ষ্য। — Nice initiative. Go ahead and hope to see GOLDEN time for veterinary profession. Thanks

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      ধন্যবাদ, ভেটসবিডি ক্লাব গঠনে আপনার সহযোগীতা পাব বলে আশা করি। কাজটা অনেক বড়, লক্ষ্যটাও বিশাল, সবাইকে সাথে নিয়ে ভেটেরিনারিয়ানদের জন্য একটা সোনালী ভবিষ্যৎ গড়ার দিকে এগিয়ে যেতে চাই।

      • Dear ডাঃ তায়ফুর রহমান, I always try to read field orientaed news, it is quite normal for me or us because we are vet. When I informed about your vetsbd.com. I am really pleased and try to read new posting (s)/writing(s). Long life vetsbd and welcome to your new initiatve. Thanks

        • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

          ধন্যবাদ, আশা করি খুব ‍শিঘ্রই আপনি ভেটসবিডি’র রেজিষ্টার্ড সদস্য হবেন আর আপনার কাছ থেকেও দারুন দারুন আর্টিকেল পাব।

  3. ভেটসবিডি ক্লাব খুললে খুব ভাল হবে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.