ভেটসবিডিতে আপনার ছবি কি এমন আইকনের মতো দেখায়? হ্যা, এবার আপনি ভেটসবিডিতে আপনার ইমেইল ব্যবহার করে যা-ই করুন না কেন তা সে আর্টিকেল লিখুন বা মন্তব্য করুন কিংবা ভেটসবিডি ক্লাবের সদস্য হোন, আর আপনি ভেটসবিডি’র রেজিষ্টার্ড সদস্য হন বা না হন আপনার ছবি যোগ করে নিন গ্রাভাটারের মাধ্যমে।
ভেটসবিডিতে এরকম আইকনের পরিবর্তে আপনার ছবি যোগ করুন গ্রাভাটারের মাধ্যমে –
কি এই গ্রাভাটার ?
গ্রাভাটার মানে হল গ্লোবাল্যি রিকোগনাইজড এভাটার। মানে হল সার্বজনীন এভাটার। যা কাজ করে আপনার ইমেইলের বিপরীতে। অর্থাৎ যেখানে আপনার নির্দিষ্ট ইমেইল এড্রেসটি ব্যবহার করবেন তা সে ভেটসবিডি-ই হোক বা অন্য যে কোন ওয়েবসাইট-ই হোক অটোমেটিক্যালি সেখানে আপনার ছবি যোগ হয়ে যাবে।
এভাটার কি?
এভাটার মানে হল আপনার ভার্চুয়াল রিপ্রেজেন্টেটর। মানে আপনি যখন ইন্টারনেট এর জগতে কিছু লিখছেন, তখন লেখার পাশে আপনার যে ইমেজ/ছবিটি দেখা যায় তা হল এভাটার।
গ্রাভাটার কি কাজ করে?
ধরুন আপনি অনেক সাইটে ব্লগিং/কমেন্ট করেন। এখন প্রতিটা সাইটেই কি আপনি প্রোফাইল বানিয়ে নিজের ছবি আপলোড করে নেবেন? এটা কি সহজসাধ্য কাজ? এর চেয়ে ভাল হতনা যদি এক ইমেইল আইডি দিয়ে করা একাউন্ট সমূহ থেকে কমেন্ট/আর্টিকেল লিখলে সবখানে একটা ছবি দেখাবে? ঠিক এই কাজটাই গ্রাভাটার করে। এর মানে বুঝছেন? শুধু ভেটসবিডি-ই না, সব সাইটেই এটা কাজ করবে। আরো জানতে এখানে দেখুন।
কিভাবে গ্রাভাটার সেট করবেন?
- প্রথমে এই সাইটে যান। এটা গ্রাভাটারের হোম পেইজ।
- এখন ইমেইল এড্রেস লিখে Get Your Gravatar এ ক্লিক করুন।

- আবার আপনার ইমেইল এড্রেস দিন এবং Sign Up এ ক্লিক করুন।
- এবার ওরা আপনার ঠিকানায় একটা মেইল পাঠিয়ে দেবে কিভাবে সেট করবেন সেই লিঙ্ক সহ। তাই এবার আপনার ইমেইল চেক করুন। দেখুন নিচে দেখানো ছবির মতন একটা ইমেইল এসেছে। ইমেইলে পাঠানো লিংকটিতে ক্লিক করুন।

- লিংকটিতে ক্লিক করলে ছবিতে দেখানো ফরমের মতো একটি ফরম আসবে। এখানে আপনি গ্রাভাটার সাইটের জন্য একটি ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ-এ ক্লিক করুন। লক্ষ্য রাখবেন, ইউজার নেম হিসেবে শুধুমাত্র ইংরেজিতে ছোট হাতের অক্ষর আর সংখ্যা ব্যবহার করতে পারবেন , কোন চিহ্ণ নয় এবং পাসওয়ার্ড অক্ষর আর সংখ্যা দুটোই ব্যবহার করে লিখতে হবে, কেবল মাত্র অক্ষর বা কেবল মাত্র সংখ্যা ব্যবহার করলে পাসওয়ার্ড গ্রহণ করবে না।

- এবার যে পাতাটি আসবে তাতে নিচের ছবিতে দেখানো স্থানে My Account-এ ক্লিক করতে হবে এবং ড্রপ ডাউন মেনু থেকে Add an image এ ক্লিক করুন।
- এবার আপনার ছবিটি কোথ্থেকে আপলোড করবেন তা দেখিয়ে দিন।

- ছবির ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করে Next বাটন চাপুন।

- আমি ভেটসবিডির লোগো ব্যবহার করেছি। আপনি আপনার ছবির কোন অংশটুকু রাখবেন তা ক্রপ করে নির্ধারণ করে নিন।

- এবার হল রেটিং। ভেটসবিডির জন্য G রেটিং সিলেক্ট করুন।আর আপনি যদি বহুরুপী হন তাহলে আপনার জন্যেও আছে সলিউশন। ধরুন, অনেক সাইট আছে যেখানে আপনি ভিজিট করেন(ধরা যাক সেটা প্রাপ্তবয়ষ্কদের কোন সাইট), কমেন্টও করেন কিন্তু চান না যে সেই সাইটেও আপনার এই ছবিটা চলে আসুক। বরং চান সেখানে আরেকটা ছবি দেখাক, তখন আপনি X Rated এ ক্লিক করুন। ভায়োলেন্স যুক্ত সাইটের জন্যে R rated।

- এবার নিচের ছবির মতন একটি পেজ আসবে। এটি আসলে বুঝবেন আপনার এখানে কাজ শেষ। এবার ভেটসবিডিতে যান।

আর ভেটসবিডিতে কমেন্ট বা আর্টিকেল লিখে দেখুন অথবা লগইন করা থাকলে লগআউট করে পুনরায় লগইন করে দেখুন।