আজ ১২ দিন যাবত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ১ম বর্ষের এক মেধাবি ছাত্রী নিখোঁজ রয়েছে। তার নাম নিগার সুলতানা জ্যোতি (১৮)। দৈনিক যুগান্তর সূত্রে জানা যায়, গত ১ মে সকাল ১০:০০টায় ময়মনসিংহ শহরে তাদের চরপাড়ার বাসা থেকে বাকৃবি ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও জ্যোতি বাসায় না ফিরলে তার মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়। এরপর থেকে আজ ১২ দিন পেরিয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। মেয়েকে হারিয়ে তার মা পাগল-প্রায় হয়ে পড়েছেন। পত্রিকাটি আরো জানায়, মেয়েটির মা ঐ দিনই ময়মনসিংহ কোতয়ালি থানায় একটি সাধারন ডায়রি করেন এবং পরদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর কার্যালয়ে লিখিত অভিযোগ জানান। কিন্তু আত্মীয়-সজন, সহপাঠি, থানা বা বিশ্ববিদ্যালয় কোন কর্তৃপক্ষই মেয়েটির নিখোঁজের বিষয়ে কোন তথ্যই দিতে পারছে না।
বিষয়বস্তুবাকৃবি’র ভেটেরিনারি অনুষদের ছাত্রী নিখোঁজ
এটাও দেখতে পারেন
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত
“বাঙ্গালী হবে স্বাস্থ্যবান,প্রতিদিন ডিম খান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে …