
সায়েন্স ডেইলী (১৯ এপ্রিল, ২০১২) মতে জানা যায়, বেইজিং জেনোমিক্স ইনস্টিটিউট (BJI, বিশ্বের বৃহত্তম জেনোমিক্স সংস্থা),ইনস্টিটিউট অব জেনেটিক্স এন্ড ডেভেলপমেন্টাল বায়োলজি , চায়নিজ একাডেমি অব সায়েন্সেস (CAS)এবং জিনজিয়াং প্রদেশের শাহেজি বিশ্ববিদ্যালয়,-এর বিজ্ঞানীরা প্রাণী ক্লোনিং-এর ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।২৬ মার্চ, ২০১২ ইং বেলা ১২.১৬ ঘটিকায় চীনের জিনজিয়াং প্রদেশের স্বায়ত্বশাসিত অঞ্চল উইঘুরে জন্ম নিল বিশ্বের প্রথম হাতে তৈরি ক্লোন করা ট্রান্সজেনিক ভেড়া।
এই ট্রান্সেজনিক ভেড়ার নাম রাখা হয়েছে পেং পেং (Peng Peng), যা ক্লোনকারী দুই বিজ্ঞানীর ডাক নাম (একই) থেকে নেয়া হয়েছে। জন্মের সময় ভেড়ার ওজন ৫.৭৪ কেজি ছিল বলে জানান বিজিআই আর্ক বায়োটেকনোলজি কো: লি: (বেইজিং জেনোমিক্স ইনস্টিটিউট-এর সহযোগী সংস্থা)-এর পরিচালক ড. ইউতাও দু। ভেড়াটি সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সুস্থ্য রয়েছে বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে-
http://www.sciencedaily.com/releases/2012/04/120419102436.htm
Vetsbd Livestock related only Bangla blog