বিশ্বজুড়ে ভেটেরিনারি পেশায় তথ্য ও যোগাযোগ প্রযক্তি শিক্ষার প্রসার ঘটাতে রয়্যাল ভেটেরিনারি কলেজসহ মোট ৬টি ভেটেরিনারি প্রতিষ্ঠান (স্কুল) নিয়ে গঠিত একটি নেটওয়ার্ক হচ্ছে নভিস (NOVICE- Network Of Veterinary ICT in Education)। এই অনলাইন কমিউনিটি ইউরোপীয় ইউনিয়ন ফান্ড দ্বারা পরিচালিত। এই কমিউনিটির মূল উদ্দেশ্য হচ্ছে ভেটেরিনারি শিক্ষা/পেশায় অনলাইন ওয়েব টুল-২.০ এর প্রয়োগের উপযোগীতা ও ব্যবহার নিশ্চিত করা। এর ফলে বিশ্বব্যাপী ভেটেরিনারিয়ানদের মাঝে সামাজিকতা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
এই কমিউনিটির সেবাসমূহ:
· এটা একটি নিরাপদ কমিউনিটি যা শুধুমাত্র ভেটেরিনারিয়ান, ভেটেরিনারি শিক্ষার্থী বা ভেটেরিনারি শিক্ষাবিদগন ব্যবহার করতে পারবেন;
· বিশ্বের যে কোন দেশের ভেটেরিনারি সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গের সংগে ভেটেরিনারি সংক্রান্ত চলতি বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন;
· ভেটেরিনারি সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গের সংগে তথ্যের আদান-প্রদান করতে পারবেন;
· ভেটেরিনারি শিক্ষার্থীরা গৃহীত শিক্ষার মান অন্যান্য ভেটেরিনারি স্কুল/প্রতিষ্ঠানের সাথে তুলনা করতে পারবেন এবং ভেটেরিনারি সংক্রান্ত যে কোন প্রশ্ন করতে পারবেন;
· ভেটেরিনারিয়ান, ভেটেরিনারি শিক্ষার্থী বা ভেটেরিনারি শিক্ষাবিদগন নতুন রোগ, চিকিৎসা পদ্ধতি বা শিক্ষা পদ্ধতি শেয়ার করতে পারবেন।
আর হ্যাঁ, এই কমিউনিটির সদস্য হতে হলে আপনাকে www.noviceproject.eu. ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে।
তথ্যসূত্র: www.noviceproject.eu.
Vetsbd Livestock related only Bangla blog
ধন্যবাদ মঈন, সুন্দর একটি তথ্য আমাদেরকে জানানোর জন্য।
আমার মনে হয়, তোমার সাইটটিকে অতিসত্বর যেভাবে পার নভিস-এর সাথে লিংক আপ করা উচিত।
সাইটটি এককভাবে আমার বললে নিজেকে ক্ষুদ্র মনে হয়। কারন, ভেটসবিডি আমাদের সবার। তবে তোমার পরামর্শটি ভেবে দেখছি। যদি এটা করা যায় তবে ভেটসবিডি আরো শক্তিশালী হবে।
আমিও তাই মনে করি।
thanks