সপ্তাহব্যাপী নানা বর্নাঢ্য আয়োজনে সারা দেশে আন্তর্জাতিক ব্যাঙ সংরক্ষণ দিবস পালিত

বিশ্বের উভচর প্রাণীদের সংরক্ষণবিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চতুর্থবারের মত বাংলাদেশ সহ সারা বিশ্বের ৩৭টি দেশে বিশ্ব ব্যাঙ সংরক্ষণ দিবস পালিত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিক্তিক সেভ দি ফ্রগস, ওয়ান হেলথ্‌ ইয়ং ভয়েস বাংলাদেশ এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে সপ্তাহ ব্যাপি (২৫ -৩০ এপ্রিল) উক্ত দিবস উদযাপনের আয়োজনের করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘ব্যাঙ সংরক্ষণে আমাদের ভূমিকা’’


 

অফিসিয়াল পোস্টার

সিভাসুতে কেন্দ্রীয় কর্মসূচী

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭শে এপ্রিল উক্ত দিবসের কেন্দ্রীয় কর্মসূচী উদযাপন হয়। কর্মসূচীর মধ্যে  শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, ব্যাঙ গ্যালারী, গ্রীন ভিলেজ ও চিত্রকর্ম প্রদর্শনী এবং কেন্দ্রীয় সেমিনার। ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডঃ মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ডঃ এ.এস. মাহফুজুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনষ্টিটিউটের সভাপতি প্রফেসর ডঃ নীতিশ চন্দ্র দেবনাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ডঃ ফরিদ আহ্‌সান, FAO এর প্রতিনিধি জেমস জিনজেসিয়ার। উক্ত সেমিনারে বক্তারা পরিবেশ সংরক্ষনে ব্যাঙের গুরুত্ব, এর বিলুপ্তি কারণ এবং আমাদের করনীয় নিয়ে আলোচনা করেন।

 

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালী
সেমিনারে উপস্থিত বক্তারা

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শনিবার ব্যাঙ সংরক্ষণ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিশারিজ এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ও ব্যাঙ বিশেষজ্ঞ ডঃ মোঃ মোখলেছুর রহমান খান। সেমিনারে অন্যান্য শিক্ষক, কর্মকর্তারা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

 

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাবিতে ২৮শে এপ্রিল নানা আয়োজনে উদযাপিত হয়েছে ব্যাঙ সংরক্ষণ দিবস। উক্ত দিবসের কর্মসূচীর মধ্যে র‌্যালী, কার্টুন প্রদর্শনী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ  উপস্থাপন করেন গ্রিন এক্সপেস্নারার সোসাইটির সাংগঠনিক সম্পাদক অনিমেষ ঘোষ।

 

এ ছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কে.সি ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ, নওগা চাপাই নবাবগঞ্জ, চাঁদপুর সহ দেশের ১৮টি স্থানে এ দিবস পালিত হয়েছে। আশা করা হচ্ছে  এ দিবস কেন্দ্রীক নানা আয়োজনে ব্যাঙ তথা বন্য প্রাণী সংরক্ষণে বার্তা সারাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে । বাংলাদেশের সকল কর্মসূচী সমন্বয় করেন মোঃ নুরুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর সেভ দি ফ্রগস বাংলাদেশ।*প্রেস বিজ্ঞপ্তি

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

একটি মন্তব্য

  1. pleased to read this article but very much despaired for the inactive presence of Vet. faculty of BAU. we should raise our voice and hold the position of ours’ like CVASU.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.