ব্যাঙ কেবল লাফালাফিতেই ব্যস্ত থাকে না, মাঝেমধ্যে আয়েশ করে তার বিশ্রামেরও প্রয়োজন পড়ে। কোনো ব্যাঙ যদি মানুষের মতো দুই পা ছড়িয়ে বসে বসে বিশ্রাম নেয়, দৃশ্যটি বেশ মজারই মনে হবে। ব্যাঙ নিয়ে গল্প-কাহিনি প্রচলিত থাকলেও ইন্টারনেটের যুগে ব্যাঙের নতুন আরেকটি কীর্তির কথা সম্প্রতি জানা গেছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা গেছে, একটি বেঞ্চের ওপর বসে ঠিক মানুষের মতোই পা ঝুলিয়ে বসে, হাত ছড়িয়ে দিয়ে আয়েশ করে বিশ্রাম নিচ্ছে একটি ব্যাঙ। মনে হচ্ছে, ঠিক যেন কোনো মানুষকে বসতে দেখে ব্যাঙটি তার বসার ভঙ্গি অনুকরণ করছে! অথবা অফিস থেকে ফিরে বেশ ক্লান্ত সে!
এক খবরে ইয়াহু অনলাইন জানিয়েছে, ভিডিওটি ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ব্যাঙটির এভাবে বসা নিয়ে সন্দেহ তৈরি হলেও, ভিডিও পোস্টকারীর দাবি, ব্যাঙটিকে আঠা দিয়ে আটকে রাখা বা কোনো ধরনের ছলচাতুরী করা হয়নি। ব্যাঙটি এভাবেই বসে ছিল, পরে সে লাফ দিয়ে পানিতে ডুব দেয়।