ভেটসবিডি’র আনুষ্ঠানিক আত্ম-প্রকাশ

অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে আজ ২৮ এপ্রিল শনিবার ভেটসবিডি আনুষ্ঠানিভাবে আত্ম-প্রকাশ করল। প্রায় দেড় মাস পরীক্ষামূলকভাবে অনলাইনে থাকার পর আজ থেকে ভেটসবিডি নতুনভাবে যাত্রা শুরু করল।  ভেটসবিডি’র এই আত্ম-প্রকাশ উপলক্ষ্যে শুভেচ্ছা বাণী দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর ভেটেরিনারি অনুষদের সম্মানীত ডীন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ। তিনি তাঁর বাণীতে প্রাণিসম্পদ নিয়ে মত বিনিময়ের নতুন এই ক্ষেত্রের আবির্ভাব উপলক্ষ্যে এই সেক্টর সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। যাঁরা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে নিরন্তরভাবে আমিষের যোগান দিয়ে যাচ্ছে, বিশ্বের দরবারে মেধার স্বাক্ষর রাখতে নিরলসভাবে সহায়তা করে যাচ্ছে, তাঁদের জন্য কাজ করে যাওয়া আমাদের সামাজিক দায়বদ্ধতা। এ দায়বদ্ধতা পূরণে ভেটসবিডি অগ্রণী ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


 

শুভেচ্ছা বাণী

আজকের এই শুভ দিনে প্রথমেই কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে চাই যারা ভেটসবিডিতে নিয়মিত আর্টিকেল লিখেছেন, মন্তব্য করে যারা লেখকদেরকে উৎসাহ যুগিয়েছেন, স্মরণ করতে চাই সেই সমস্ত পাঠকদের যারা অনেক ভুল ত্রুটি, অনেক সীমাবদ্ধতা থাকা সত্তেও নিয়মিত ভিজিট করে গেছেন, নানা রকম পরামর্শ দিয়েছেন-প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।

 

আজ থেকে ভেটসবিডি নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল। এখন থেকে ভেটসবিডিতে আর্টিকেল লেখার ক্ষেত্রে বাংলা ভাষার প্রাধান্য থাকবে। সেই সাথে মৌলিক বিষয়ের দিকে বেশি জোর দেয়া হবে। কপি-পেস্টকে নিরুৎসাহিত করা হবে।

যারা ধারাবাহিক আর্টিকেল লিখতে চান তাদের জন্য যুক্ত হলো “সিরিজ পোস্ট” নামক নতুন একটি সুবিধা। এখান থেকে কোন একটি বিষয়ের সমস্ত ধারাবাহিক আর্টিকেলগুলোকে একসাথে পাওয়া যাবে।

সবশেসে বলব, আসুন আমরা সবাই মিলে এই অবহেলিত সেক্টরের জন্য কিছু করে যাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমিষের যোগান নিশ্চিত করতে চাই। সবাইকে আবারো অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

বন্যা কবলিত এলাকার প্রাণিদের জন্য করণীয়

আমাদের দেশের উত্তরাঞ্চল অর্থাৎ কুড়িগ্রাম লালমনিরহাটে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রায় সকলের বাড়িতেই পানি …

৫ মন্তব্য

  1. ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান

    তাইফুর তোমাকে ধন্যবাদ। you should try to all post in bengali because your site is Bangla Blog.

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আমিও আপনার সাথে একমত পোষণ করি। খুব শিঘ্রই নীতিমালায় পরিবর্তন আসছে। যেখানে সাধারণ আর্টিকেলের লেখায় কমপক্ষে ৮০% বাংলা থাকতে হবে। গবেষণাপত্র বা জার্ণাল এই নীতির বাইরে থাকতে পারে। সবাইকে অনুরোধ করবো বাংলা আয়ত্ব করে নিজেকে তৈরি রাখবার। প্রতিদিন অন্তত একলাইন বাংলায় লিখুন। একদিন আপনি ঠিক পারদর্শি হয়ে উঠবেন। ভুলে গেলে চলবে না, এ জাতি বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে।

  2. ভেটসবিডি’র জন্য রইল শুভ কামনা। ভেটেরিনারি পেশাকে এগিয়ে নিতে ভেটসবিডি অগ্রণী ভুমিকা রাখবে বলে আমি আশা করছি। জয় হোক ভেটস বিডি’র, জয় হোক ভেটেরিনারিয়ানদের।

  3. ভেটসবিডি সামনে অনেকদূর এগিয়ে যাবে এবং সেই সাথে ভেটসবিডির সাফল্য কামনা করছি।

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      অনেক ধন্যবাদ লিটন ভাই । আশা করি আপনাকে সবসময় পাশে পাব । আপনার সহযোগীতা ছাড়া কিছুতেই এত দূর আসতে পারতাম না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.