পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযগ্য উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১২ পালিত হয়েছে ।
আনিমাল সায়েন্স আন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে দিবস উপলক্ষ্যে দিন বা্পি এক কমসুচি গ্রহন করা হয় । দিবসের শুরুতে সকাল ৯।০০ টায় এক বিশাল আনন্দ রালি বের করা হয় । আনন্দ রালিতে বিভিন্ন রকমের ফেশটুন , প্লাকাড ,পোশ্টার,নানা আনিমাল এর প্রতিকৃ্তি যেমন- গরু, ছাগল, বাঘ, হাস, মুরগি ইত্তাদি শোভা পায় । দিবস উপলক্ষ্যে পুরা ক্যাম্পাস জুড়ে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় ।রালি শেষে এক সংক্ষিপ্ত আলচোনায় বক্তব্য রাখেন pahtology and parasitology বিভাগের assit. professor ডাঃ তৈ্মুর ইসলাম, medicine & surgery বিভাগের assit. professor ডাঃ অনুপ কুমার তালুকদার , anatomy & histology বিভাগের assit. professor ডাঃ সফিকুল ইসলাম সহ প্রমুখ . বক্তারা ভেটেরিনারি পেশার উন্নয়নে এক সাথে কাজ করার জন্য আহবান করেন , এবং DLS এর আওতাধীন সকল পদে ৫বছর মেয়াদী DVM graduate দের নিয়োগে্র জোরালো দাবি জানান ।
এরপর প্রায় শতাধিক গবাদি প্রানির ফ্রী চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় ।