আক্কেলপুরের গ্রামে অজ্ঞাত প্রাণীর আক্রমণ-আতঙ্ক

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামে ‘অজ্ঞাত প্রাণীর’ আক্রমণ-আতঙ্ক দেখা দিয়েছে। গত সোমবার গভীর রাতে একটি অজ্ঞাত প্রাণী ওই গ্রামের তিনজনকে আঁচড় ও কামড় দিয়ে আহত করে। এ ঘটনার পর থেকে গ্রামটিতে অজ্ঞাত প্রাণীর আক্রমণ-আতঙ্ক বিরাজ করছে।
গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে জানা যায়, সোমবার রাতে আবদুল বারিকের (৫০) বাড়িতে একজন প্রতিবেশী আসেন। গভীর রাতে তাঁকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন আবদুল বারিক। পথে গ্রামের গোয়াল পুকুরে বিড়াল আকৃতির একটি প্রাণী প্রথমে আবদুল বারিকের ওপর আক্রমণ করে তাঁর বুকে আঁচড় ও হাতে কামড় দেয়। পরে এটি রবিউলের বুকে আঁচড় দেয়।
ওই রাতেই গ্রামের বাসিন্দা টগর (২৭) বাড়ি ফেরার পথে একই ধরনের একটি প্রাণী ধানখেত থেকে এসে তাঁর পায়ে আঁচড় দেয়। গতকাল সকালে এ খবর জেনে গ্রামের কেউ এখন একা বাড়ি থেকে বের হচ্ছে না।
আবদুল বারিক জানান, ওই রাতে বিড়াল আকৃতির একটি প্রাণী তাঁর বুকে আঁচড় দেয়। গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ জোয়ার্দার বলেন, ‘কাশিড়া গ্রামের তিন ব্যক্তি আজ্ঞাত প্রাণীর আক্রমণে আহত হওয়ায় কথা জেনেছি। এ ঘটনার পর থেকে গ্রামের লোকজন আতঙ্কে আছেন।’


সূত্রঃ প্রথম আলো

লেখকঃ হৃদ রহমান

এটাও দেখতে পারেন

Agrovet Pharma

এগ্রোভেট ফার্মার ১যুগ পূর্তি উৎসব ও বাৎসরিক সেলস্ কনফারেন্স অনুষ্ঠিত

  বাংলাদেশের স্বনামধন্য ভেটেরিনারী ঔষধ কোম্পানী এগ্রোভেট ফার্মার ১যুগ পূর্তি উৎসব ও বাৎসরিক সেলস্ কনফারেন্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.