আপনাদের কাছে হয়ত পুরনো একটা বাংলা লেখা আছে যা কিনা আপনি বিজয় ব্যবহার করে লিখেছিলেন। কিংবা আপনার কাছে ইউনিকোডে বাংলা লেখার কোন সফটওয়ারই নেই। কিন্তু ইউনিকোডে না হওয়ায় তা কপি করে ভেটসবিডিতে পেস্ট করলে হিব্রু(!) ভাষা হয়ে যায়! এবার যে কোন বাংলা লেখাকে ইউনিকোডে রুপান্তর করতে পারবেন। এর জন্য আমি আপনাদের দুটো পদ্ধতি দেখাবো। ১. অভ্র কনভার্টার দিয়ে; ২। সরাসরি অনলাইনেই, কোন সফটওয়ার ছাড়াই।
১. অভ্র কনভার্টারঃ
এটি দিয়ে আপনি যা যা করতে পারবেন তা হলো-
১. বিজয় থেকে ইউনিকোড
২. আল্পনা থেকে ইউনিকোড
৩. প্রশিকাশব্দ থেকে ইউনিকোড
৪. প্রবর্তন থেকে ইউনিকোড
আপনার বাংলা লেখা ওপরের যে কোন কি-বোর্ড ব্যবহার করেই লিখে থাকুন না কেন এবার তা খুব সহজেই ইউনিকোডে রুপান্তর করতে পারবেন।
সফটওয়ারটির সাইজ খুব ছোট, মাত্র ২.৪ মে:বা:। ব্যবহার করাও বেশ সহজ।
সফটওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে অথবা এখান থেকে।
২. অনলাইনে পরিবর্তনঃ
আপনার পুরোনো লেখাগুলোকে সরাসরি কোন সফটওয়ার ছাড়াই ইউনিকোডে পরিবর্তন করতে ক্লিক করুন এখানে। আর সহজেই পরিবর্তন করে নিন।
ইউনিকোডে পরিবর্তন করা হয়ে গেলে তা কপি করে নতুন পোস্ট লেখার ঘরে পেস্ট করুন অথবা মন্তব্য লেখার ঘরে পেস্ট করুন। ব্যাস হয়ে গেল। কোন সমস্যা হলে জানাবেন।