সোনারগাঁয়ে মুরগির পেটে মুরগির বাচ্চা পাওয়ার এক অদ্ভুত ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোনারগাঁ পৌরসভার দিয়াপাড়া গ্রামের শহিদুল্লা মাস্টারের বাড়িতে।

জানা গেছে, শহিদুল্লা মাস্টারের স্ত্রী আসমা বেগম খাওয়ার জন্য একই এলাকার জাকির হোসেনের মুরগির ফার্ম থেকে দুই কেজি ওজনের দু’টি মুরগি কিনে বাড়িতে আনেন। মুরগি দুটি জবাই করার পর একটি মুরগির পেটের ভেতর থেকে প্রায় আধাকেজি ওজনের আরও একটি মুরগির বাচ্চা আকৃতির মাংসের খণ্ড বের হয়। মুরগির পেটের ভেতর থেকে পাওয়া ওই মাংস খণ্ডটির মাথা, ঠোঁট, অফুটন্ত দু’টি চোখ, শরীর মুরগির আকৃতির। তবে কোনো ডানা এবং পা নেই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ মুরগির পেট থেকে পাওয়া মুরগি আকৃতির বাচ্চাটি দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়।
সূত্রঃ দৈনিক আমার দেশ
Vetsbd Livestock related only Bangla blog