ডিম আগে না মুরগি আগে সে প্রশ্ন আদ্দিকালের। আর মুরগি যদি ছানার জন্ম দেয় তাহলে এ প্রশ্ন এক সমাধানের পথে এগোয়। তা অবাককাণ্ডও বটে!
এ কাণ্ডই ঘটিয়েছে শ্রীলংকার এক মুরগি। ডিম না পেড়ে মুরগিটি সরাসরি বাচ্চার জন্ম দিয়েছে। কিন্তু বাচ্চাটি বাঁচলেও প্রাণ গেছে বেচারি মুরগির।
ওয়েলিমাদা এলাকায় ঘটেছে এ ঘটনা। মুরগিটি পরিপূর্ণ এবং সুস্থ-সবল বাচ্চার জন্ম দিয়েছে বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে।
সাধারণত মুরগি ডিম পাড়ার পর ২১ দিন পর্যন্ত ‘তা’ দিয়ে বা ইনকিউবেটরে রেখে বাচ্চা ফুটাতে হয়। কিন্তু এক্ষেত্রে ডিমটি ২১ দিন মুরগির পেটের ভেতরের উষ্ণতায় থেকেই বাচ্চা ফুটেছে।
এর আগে কখনোই এমন ঘটনা দেখেননি বলে জানিয়েছেন ওয়েলিমাদার পশুপাখি বিষয়ক প্রধান সরকারি কর্মকর্তা পিআর ইয়াপা।
তিনি মুরগিটির দেহাবশেষ পরীক্ষা করে দেখেন, ডিমটি পরিপক্ক হয়ে বাচ্চা ফোটা পর্যন্ত মুরগির পেটের ভেতরেই ছিল। আর এতে পেটে জখম হয়ে মুরগিটি মারা গেছে।
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Vetsbd Livestock related only Bangla blog

very good idea , go ahead