চীনের উত্তর পশ্চিমের নিংজিয়া হুই নামক শায়ত্বশাসিত অঞ্চলে পোল্ট্রীতে highly epidemic H5N1 ভাইরাসের আক্রমন হয়েছে বলে সে দেশের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।
H5N1 বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর ৯৫,০০০ মুরগি নিধন করা হয়। খামারিদের সচেতন করতে ঐ অঞ্চলে একটি quarantine টিম কাজ করছে।
ঐ অঞ্চলের বিভিন্ন গ্রামে ২৩,০০০ মুরগিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার লক্ষণ প্রকাশ পেলে জাতীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রেফারেন্স ল্যাবরেটরি উক্ত মুরগিতে পরীক্ষা করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিশ্চিত করে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, এ বছর ইতিমধ্যেই ২ জন মানুষ মারা গিয়েছে।
চীন বার্ড ফ্লু আক্রমনের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কেননা, এ দেশেই পৃথিবীর সবচেয়ে বেশি পোল্ট্রী রয়েছে এবং যা মানুষের বেশ সান্নিধ্যের মধ্যেই রয়েছে।