ফাউল কলেরার পোস্টমর্টেম লক্ষণ

কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আজ আপনাদের দেখাব ফাউল কলেরায় কি কি পোস্টমর্টেম লক্ষণ দেখা যায়। তবে তার আগে যারা ভেটসবিডিতে পোস্ট লিখেছেন তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন আর যারা এখনও পোস্ট লেখেননি কিন্তু নিয়মিত দেখে যাচ্ছেন তাদের জন্যও রইল শুভেচ্ছা। আপনাদের অংশগ্রহণ, বিভিন্ন পোস্ট পড়ার পর তাতে মন্তব্য করা, আমাকে ফোন বা ইমেইল করে উৎসাহ দেওয়া, নানা রকম পরামর্শ দেয়া সব কিছুর জন্যই আমি আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। আপনাদের নিরন্তর উৎসাহ আমার চলার পথের পাথেয়। আশা করছি উত্তোরত্তর আপনাদের অংশগ্রহণ আরো বাড়বে। যারা এখনও রেজিষ্ট্রেশন করেননি অনুরোধ করব, রেজিষ্ট্রেশন করে নেয়ার জন্য। আপনাদের জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়াও সহজ করে দিয়েছি। শুধু ইউজার নেম আর ইমেইল এড্রেস দিয়েই রেজিষ্ট্রেশন করা যায়।


যাই হোক এবার আজকের পোস্ট নিয়ে কথা বলা যাক। ইতিপূর্বে আমার একটি পোস্টে আপনারা দেখেছেন ফাউল কলেরার কারণ, তার কি কি লক্ষণ ইত্যাদি। যারা পোস্টটি পড়েননি তারা এখানে ক্লিক করে সেই পোস্টটি দেখে নিতে পারেন।

অনেক বেশি টেকনিক্যাল টার্ম থাকায় আমি বাংলা করার প্রয়োজন দেখিনি। তাই এবার ইংরেজিতেই উপস্থাপন করছি-

In acute fowl cholera, the most common post-mortem lesions are related to vascular pathology.

  1. The abdominal visceral veins, especially the duodenum, may be markedly hyperemic.
  2. Petechiael and ecchymotic hemorrhages are frequently found throughout the viscera, most commonly the lungs, intestines, heart, and abdominal fat.
  3. In infections with virulent strains of Pasteurella multocida, there may be liver enlargement and coagulative necrosis and it becomes fragile.
  4. Excessive fluid may be found in the pericardium and coelomic cavity.
  5. Sometime there may be excessive mucous along the digestive tract.
  6. Lesions of the ovaries may include flaccid follicles, hyperemia, and egg-yolk peritonitis from ruptured ova.

In the chronic form of FC:

  1. localized infections may be found throughout the body including the hock joints, foot pads, oviduct, and coelomic cavity.
  2. Suppurative lesions are frequently found in the respiratory tract and pneumatic bones.

Lets see in figure: (To see the images in large & stylish mode, plz click on image)

Fig 1: It has described before that in acute fowl cholera, the most common lesions are related to vascular pathology. In this image, mucosal hemorrhages can be seen through the serosal surface of the intestine.

Fig 1: mucosal hemorrhages through the serosal surface of the intestine.

 

Fig 2: In this image, the intestine has been opened revealing hemorrhagic mucosal lesions.

Fig 2: hemorrhagic mucosal lesions.

 

Fig 3: The presence of blood and severe congestion in the intestinal lumen is commonly associated with acute P. multocida infection.

Fig 3: The presence of blood and severe congestion in the intestinal lumen

 

Fig 4: Petechiae, ecchymoses, and hemorrhages are frequently found throughout the viscera. Here, subepicardial hemorrhages and petechiae are present on the heart and coronary fat.

Fig 4: subepicardial hemorrhages and petechiae on the heart and coronary fat

 

Fig 5: Fibrinous pericarditis and perihepatitis may be found.

Fig 5: Fibrinous pericarditis

 

Fig 6: Enlarged liver in acute fowl cholera.

Fig 6: Enlarged & fragile liver in acute fowl cholera

 

Fig 7: The liver may be swollen and have white areas of coagulative necrosis. Some less virulent strains of P. multocida do not induce these lesions.

Fig 7: swollen liver with white areas of coagulative necrosis

 

Fig 8: There is yellow yolk material in the coelomic cavity, resulting from ruptured ovarian follicles and chronic egg yolk peritonitis.

Fig 8: Yellow yolk material in the coelomic cavity

 

Fig 9 & 10: The presence of yellow caseous exudate in the air spaces of the cranial bones, shown at the tips of the pointers, is typical of chronic P. multocida infection.

Fig 10: yellow caseous exudate in the air spaces of the cranial bones
Fig 9: yellow caseous exudate in the air spaces of the cranial bones

 

 

 

 

 

 

References

  1. Brogden, K.A., K.R. Rhoades, and K.L. Heddleston. 1978. A new serotype of Pasteurella multocida associated with fowl cholera. Avian Dis 22:185-90.
  2. Charlton, B. R. (ed). 2006. Avian Disease Manual, 6th ed. American Association of Avian Pathologists (AAAP), 953 College Station Road, Athens, Georgia 30602-4875.
  3. Glisson. J.R., C.L. Hofacre, and J.P. Christensen. 2008. Pasteurellosis and other respiratory bacterial infections. In Diseases of Poultry, 12th ed. Y.M. Saif. et al. (ed.). Blackwell Publishing, Ames, Iowa.
  4. Glisson, JR. 1998. Bacterial respiratory disease of poultry. Poult Sci Aug;77(8):1139-42. Review.
  5. Harper, M., J.D. Boyce and B. Adler. 2006. Pasteurella multocida pathogenesis: 125 years after Pasteur. FEMS Microbiol Lett. Dec;265(1):1-10. Review.
  6. World Organization for Animal Health (OIE) website. 2008. www.oie.int
  7. http://partnersah.vet.cornell.edu/avian-atlas

কেমন লাগল তা নিচে মন্তব্য করে জানালে অনুপ্রাণিত হব। নতুন কোন তথ্য জানা থাকলে তাও জানাতে পারেন। সবাইকে আবারো অভিনন্দন।

 

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

Avian Salomonellosis

Avian Salomonellosis is an inclusive term designated a large group of acute or chronic diseases …

২৩ মন্তব্য

  1. vy many many many thanx for da site….. it was badly needed….

  2. Sotti e lekhati pore onk kisu jante parlam ja prctically amr obk kaje lagbe.onk onk dhonnobad.

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আপনাকেও অনেক ধন্যবাদ। আশা রাখি নিয়মিত সাইটটি ভিজিট করবেন, আর আপনার মতামত বা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন।

  3. চমৎকার। চালিযয় যাও। তবে “আমি ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি” অথাৎ Active voice-এ না লেখে “ইতিপূর্বে আপনারা দেখেছন বা ইতিপূর্বে দেখানো হয়েছে যে” এইভাবে passive voice-এ লেখলে পাঠকের কাছে অধিক গ্রহনযোগ্য হবে বলে আমার মনে হয় । কারন এই ব্লগে অনেক বিজ্ঞ ভেটেরিনারিয়ানগন আসাবেন বলে আমার বিশ্বাস । ইতোঃমধ্যে প্রায় ১২০ জন ভেটেরিনারিয়ানকে ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। ভালো থেকো।

  4. নিঃসন্দেহে একটি অসাধারণ এবং মানসম্পন্ন পোস্ট। এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। প্রিয়তে নিলাম।

  5. ডাঃ কাজী আশরাফুল ইসলাম

    বেশ কাজের একটি পোস্ট। সাইটটিও বেশ সুন্দর হয়েছে।

  6. খুব ভালো উদ্যগ।

  7. এক কথায় অসাধারণ একটি সাইট।এ রকম লেখা আরো দেখতে চাই।

  8. Bcs সংক্রান্ত বিষয় থাকলে ভালো হত।

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      সাইটটি ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। বিসিএস সংক্রান্ত বিষয়টি যোগ করার চেষ্টা করছি। অপেক্ষায় থাকুন। শীঘ্রই দেখতে পাবেন বলে আশা করছি।

  9. ভাই ভাল কিছু শুরু করেছেন । আপনাকে অশেষ ধন্যবাদ ।

  10. Excellent , Thanks a lot

  11. An awesome site for the veterinarian, please keep it on

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আমি জানানোর চেষ্টা করেছি, আর তা থেকে আপনি কিছু শিখতে পেরেছেন জেনে আমি সত্যিই আনন্দিত, তাই ধন্যবাদ আপনাকেও।

  12. vai blog gulo banglay likhle khamarider bujhte subidha hoy karon medical term gulo bojha kothin
    lyre management er chart ti kintu ekhono dilen na
    ar ekti kotha postmortem er sobi shoho dhape dhape bishoy gulo likhle khamarira upokrito hobe
    best of luck

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      ধন্যবাদ পাভেল ভাই। আসলে পোস্টমর্টেম সাইনগুলো ভেটেরিনারিয়ানদের জন্যই লেখা। সব কিছু খামারিদের জন্য লিখতে গেলে তাদের জন্যই সমস্যা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।

  13. good data for all of us. need to get prescription for removing fowl cholera from bird

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.