পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়র ভেটেরিনারী ক্লিনিকে এক গরুর আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশন অপারেশন সম্পন্ন হয়েছে।
ভেটেরিনারী ক্লিনিক সূত্রে জনা যায়, গরুটিকে অসুস্থ অবস্থায় ক্লিনিকে আনার পর মেডিসিন ও সার্জারী বিভাগের সহকারী অধ্যপক ডা: অনুপ কুমার তালুকদার, ডা:মো আতাউর রহমান ও ডা:মো আমিনুল ইসলামের সমন্নেয় গঠিত মেডিকেল টিম প্রায় ২ ঘন্টায় অপারেশন সম্পন্ন করেন । উল্লেখ্য, উক্ত অপারেশনে ৬ষ্ঠ ও ৭ম সেমিষ্টারের শিক্ষাথীরা মেডিকেল টিম কে সার্বিক সহযোগিতা করেন ।
Vetsbd Livestock related only Bangla blog
প্রথম বাংলায় পোস্ট লিখেছ বলে অভিনন্দন। তবে আরো তথ্য সমৃদ্ধ পোস্ট চাই।
পবিপ্রবিতে সার্জিক্যাল অপারেশন শুরু হয়েছে জেনে ভালো লাগল।
ধন্যবাদ ভাই, আমি আমার সাধ্যমত চেষ্টা করব, দোয়া করবেন ।
১৫ মিনিটের অপারেশন ২ ঘন্টায় !!!!!!!
ভাই আমাদের এখানে সুযোগ সুবিধা কম , তাই আনিমাল কম আসে , এ রকম patient আসে না , তাই স্যার মেডিসিন এ অধয়ান রত ৩ টা ব্যাচ নিএ অপেরাশন করেছিল , এ জন্য সময় বেশি লেগেছিল , স্যার সবাইকে হাতে কলমে দেখিয়েছিলেন