পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়র ভেটেরিনারী ক্লিনিকে এক গরুর আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশন অপারেশন সম্পন্ন হয়েছে।
ভেটেরিনারী ক্লিনিক সূত্রে জনা যায়, গরুটিকে অসুস্থ অবস্থায় ক্লিনিকে আনার পর মেডিসিন ও সার্জারী বিভাগের সহকারী অধ্যপক ডা: অনুপ কুমার তালুকদার, ডা:মো আতাউর রহমান ও ডা:মো আমিনুল ইসলামের সমন্নেয় গঠিত মেডিকেল টিম প্রায় ২ ঘন্টায় অপারেশন সম্পন্ন করেন । উল্লেখ্য, উক্ত অপারেশনে ৬ষ্ঠ ও ৭ম সেমিষ্টারের শিক্ষাথীরা মেডিকেল টিম কে সার্বিক সহযোগিতা করেন ।
প্রথম বাংলায় পোস্ট লিখেছ বলে অভিনন্দন। তবে আরো তথ্য সমৃদ্ধ পোস্ট চাই।
পবিপ্রবিতে সার্জিক্যাল অপারেশন শুরু হয়েছে জেনে ভালো লাগল।
ধন্যবাদ ভাই, আমি আমার সাধ্যমত চেষ্টা করব, দোয়া করবেন ।
১৫ মিনিটের অপারেশন ২ ঘন্টায় !!!!!!!
ভাই আমাদের এখানে সুযোগ সুবিধা কম , তাই আনিমাল কম আসে , এ রকম patient আসে না , তাই স্যার মেডিসিন এ অধয়ান রত ৩ টা ব্যাচ নিএ অপেরাশন করেছিল , এ জন্য সময় বেশি লেগেছিল , স্যার সবাইকে হাতে কলমে দেখিয়েছিলেন