বিড়ালের মৃত্যুতে হেমিংওয়ের কষ্ট

খ্যাতিমান ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ে খুব কষ্ট পেয়েছিলেন তাঁর প্রিয় বিড়ালটির মৃত্যুতে। কষ্টের কথা জানিয়ে তিনি এক বন্ধুকে চিঠিও লিখেছিলেন।
হেমিংওয়ের লেখা ১৫টি চিঠির প্রদর্শনী হয়েছে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি লাইব্রেরিতে। এরই একটি চিঠিতে তিনি বিড়ালের মৃত্যুতে তাঁর কষ্ট পাওয়ার কথা উল্লেখ করেছেন।
১৯৫৩ সালের ফেব্রুয়ারি মাসে কিউবা থেকে বন্ধু গিয়ানফ্রাঙ্কো ইভানসিচকে লেখা চিঠিতে হেমিংওয়ে জানান, একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে তাঁর প্রিয় বিড়াল আঙ্কেল উইলির দুটি পা ভেঙে যায়। ভাঙা পা নিয়ে বিড়ালটির আর্তনাদ সহ্য করতে না পেরে তিনি এটিকে গুলি করে মারতে বাধ্য হন। এরপর অনেক কান্নাকাটি করেছিলেন।
বন্ধুকে হেমিংওয়ে লিখেছেন, ‘বিড়ালটি আমার কাছে ১১ বছর ধরে ছিল। কিন্তু আমি এটিকে গুলি করে মারতে বাধ্য হয়েছি। কাউকে ভালোবাসার পর তাকে গুলি করে মারা খুব কষ্টের। বিড়ালটিকে আমি খুব অনুভব করছি।’ প্রদর্শনীর জন্য রাখা অন্য চিঠিগুলোতেও দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি খ্যাত এই লেখকের ব্যক্তিগত অনেক বিষয় উঠে এসেছে। বিবিসি।


সূত্র: প্রথম আলো. তারিখ:০২.০৪.১২

লেখকঃ ডা.ওসমান গনি শিশির

Scientific Officer, Ranikhet Vaccine Section, Livestock Research Institute(LRI), Mohakhali, Dhaka. Former Veterinary Surgeon,Upazila livestock Office, Thakurgaon Sadar, Thakurgaon. Former Senior Scientific Officer, livestock Division, Bangladesh Agricultural Research Council (BARC), Farmgate, Dhaka. Former Scientific Officer, Poultry Disease Diagnostic Laboratory, BLRI, Savar, Dhaka. Former Scientific Officer, (Sheep Health) , Goat & Sheep Production Research Division, BLRI, Savar, Dhaka. DVM, 2003 (BAU); MS in Microbiology 2007 (BAU). Cell: 01716-022840 Email: shishir.micro@yahoo.com; www.drosmanshishir.wordpress.com

এটাও দেখতে পারেন

Nootropic (60 kapsułek) Biaxol Supplements – Wsparcie dla Kulturystów

Nootropic (60 kapsułek) Biaxol Supplements to suplement diety dedykowany dla miłośników kulturystyki, którzy szukają wsparcia …

একটি মন্তব্য

  1. ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

    ধন্যবাদ, সুন্দর তথ্যটি শেয়ার করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.