পোল্ট্রী, শুকর ও অন্যান্য প্রাণিসম্পদ উৎপাদকেরা তাদের প্রাণির খাদ্যের সাথে যেন এন্টিবায়োটিক মেশানো বন্ধ করে সে ব্যাপারে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে একজন বিচারক আমেরিকান Food and Drug Administration (FDA)-কে আদেশ দেন।
গত সপ্তাহে আমেরিকান মেজিষ্ট্রেট আদালতের দেয়া এই আদেশ অনুযায়ী প্রাণিসম্পদে পেনিসিলিন ও টেট্রাসাইক্লিন –এর চিকিৎসা ছাড়াও ব্যবহারের যে অনুমোদন ছিল তা প্রত্যাহার করে নিতে FDA বাধ্য থাকবে, যদি না এসব এন্টিবায়োটিক প্রস্তুতকারকেরা প্রমান দেখাতে পারে যে এগুলো মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন এরকম প্রমান কেউ দেখাতে পারবেনা।
Natural Resources Defense Council আদালতে এই আর্জিটি পেশ করে।
অতিমাত্রায় ব্যবহার
১৯৭৭ সালে FDA বলে যে পোল্ট্রী ও ডেইরিতে এন্টিবায়োটিকের অধিক ব্যবহার মানুষের ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয। এজন্য FDA এক আদেশ জারি করে পেনিসিলিন ও টেট্রাসাইক্লিন এর চিকিৎসা-ব্যতিত ব্যবহার নিষেধ করে দেয়, যদি না এসব এন্টিবায়োটিক প্রস্তুতকারকেরা প্রমান দেখাতে পারে যে এগুলো মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ।
কিন্তু কংগ্রেস সদস্য এবং কৃষিজীবী সংগঠন ও ওষুধ প্রস্তুতকারকেদের লবিং এর জন্য এই আদেশটি কখনও জোরালোভাবে প্রয়োগ করা সম্ভব হয়নি। খামারিরা সবসময়ই বলে এসেছে যে এসব ওষুধ প্রাণির স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়।
অপব্যবহার ও অধিক ব্যবহার
এন্টিবায়োটিকের অপব্যবহার ও অধিক ব্যবহার জীবানুকে রেজিষ্ট্যান্ট করে ফেলে: ওষুধ চলাকালিন সময়ও ব্যাকটেরিয়া বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে যায় এবং এন্টিবায়োটিকের প্রতি সংবেদনশীলতার বিপরিত অংশ ব্যকটেরিয়ার মধ্যে বৃদ্ধি পায়। ফলে মানুষের ওষুধ হিসেবে ব্যবহার্য এসব এন্টিবায়োটিকের কার্যকারিতা কমে যায় ফলে মারাত্মক Methicillin-resistant Staphylococcus aureus (MRSA) ও অন্যান্য সংক্রমন যেগুলো চিকিৎসা করা কঠিন সেগুলোর হুমকি বেড়ে যাচ্ছে।
আপিল করার জন্য FDA-কে ৬০ দিন সময় দেয়া হয়েছে। এক বিব্রিতিতে FDA বলে, “আমরা আদেশটি খুঁটিয়ে দেখছি এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও ভাবছি।”
FDA ১৯৫১ সালে এন্টিবায়োটিকের ব্যবহার অনুমোদন করে।
সূত্রঃ http://www.worldpoultry.net/news/fda-told-to-act-on-antibiotic-use-on-poultry-farms-10173.html
Very attractive WEB Portal. Well done Dr.Taifur. We distribute in bangladesh a phytogenic growth promoter namely Sangrovit. Sangrovit made by phytobiotics Germany, which can be used as a replacement of Antibiotic growth Promoter AGP. We would like to put an advertisement in your beautiful website. please tell us terms and condition.
Regards
MAhbub Hossain
01711563700
১। প্রথমেই সাইটটি ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল। আপনারা প্রসংশা করলে আমার উৎসাহ এবং দ্বায়িত্ব দুটোই আরো বেড়ে যায়।
২। ভেটসবিডি “ধীরে চল” নীতি মেনে চলে। তাই বিজ্ঞাপনের বিষয়টি আমরা একটু ধীরেই ভাবতে চাই। তবে সাইটটি চালাতে যেহেতু অর্থের প্রয়োজন তাই সব বিষয় মাথায় রেখেই এগোতে চাই। বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আপনাদের ধৈর্য্য প্রত্যাশা করছি।