Absolutely its a courageous innovation. But most of the internet users may easily use in English literature specially for writing. They may not be used Bengali as easily /as quickly by the demand of time it need. Specially for me, I am not accustomed in avro or bijoy bayanno. So it is difficult for me to use this blog (as per rules and regulation). It is more important that sharing of veterinary knowledge among it’s users, whether it is bengali or English. I think most of the users of this blog will be a well literate person. So we should emphasized on the sharing knowledge not language. I think U will consider this fact for updating rules and regulation of this blog; but language must be near to accurate specially not Banglish like FM radio. I wishing my best for this blog.
এটাও দেখতে পারেন
বন্যা কবলিত এলাকার প্রাণিদের জন্য করণীয়
আমাদের দেশের উত্তরাঞ্চল অর্থাৎ কুড়িগ্রাম লালমনিরহাটে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রায় সকলের বাড়িতেই পানি …
প্রথমেই একরাশ অভিনন্দন-এই ব্লগে প্রথম পোস্ট করার জন্য এবং তোমার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আসলে যেকোন নিয়মই প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে। তবে-
১। ইংরেজিতে টাইপ করা সহজ কিন্তু তাতে ইংরেজি ব্যকরণ ও বানান শুদ্ধ করে না লিখলে অনেক ক্ষেত্রে তার সৌন্দর্য ব্যহত হতে পারে।
২। আমিও তোমার সাথে একমত যে, বাংলা লেখাটা কঠিন কিন্তু অসম্ভব নয়। এভাবে আমরা আর কতকাল বাংলা থেকে পিছিয়ে থাকবো? জাপান তাদের ভাষাকে এমন উচ্চতায় নিয়ে গেছে যে তারা প্রায় সর্বত্রই তাদের মাতৃভাষা ব্যবহার করে। এমনকি ডাক্তারি শিক্ষাতেও।
৩। তবে একটা নিয়ম করা যেতে পারে- কেউ চাইলে ইংরেজিতেও পোস্ট লিখতে পারবে, তবে যে যে ভাষা ব্যবহার করবে, তাকে সেই ভাষাকেই প্রাধান্য দিয়ে লিখতে হবে-বাংলা ইংরেজি মিশিয়ে খিচুরী করা যাবে না।
পাঠক, এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত দিন। ও, হ্যা, মতামত ইংরেজিতে লিখলেও চলবে।
৩ নং শর্তটিকে আমি সমর্থন করি।
Agree with the facts ………….