অসংখ্য পশুপাখির মধ্যে এমন অনেক পাখি আছে, যারা ডিম পাড়ে এবং ডিমে তা- দিয়ে বাচ্চা ফোটায় । তা দিয়ে ডিম ফোটানো প্রাণীর মধ্যে মুরগি অন্যতম । সাপও ডিম পাড়ে এবং তা দেখতে মুরগি বা পাখির ডিমের মতোই। তবে অপেক্ষাকৃত নরম এবং চামড়া দিয়ে আবৃত থাকে। সাপের বাচ্চা যখন বড় হতে থাকে, তখন ডিমও ক্রমে প্রসারিত হতে থাকে। এর মধ্যে কিছু ডিম প্রকৃত অবস্থা থেকে এক-তৃতীয়াংশ বড় হয় এবং শোয়া অবস্থায় থাকে। ডিম ফুটে বের হওয়ার সময়ই সাপের ক্ষুদ্র তীক্ষ্ম দাঁত নিয়ে জন্মগ্রহণ করে।

শোয়া অবস্থায় যখন ডিম থেকে বের হয়, তখনই ধারালো দাঁত দিয়ে চামড়ার খোলস ছিড়ে ফেলে এবং টলতে টলতে গড়িয়ে বের হয়ে আসে সাপের বাচ্চাগুলো। বিস্ময়কব ব্যাপার হলো এরপরই দাঁতের কার্যকারিতা ফুরিয়ে যায়। ওই দাঁত আর কখোনই বড় হয় না । সাপের খোলস গলে নষ্ট হয়ে যায় । মজার ব্যাপার হলো যদি সাপের ডিম গলে নষ্ট না হয়ে যেত তবে তা ভাঙা ছিল কঠিন এবং ওই ডিম ছুঁড়ে খেলাধুলাও করা যেত।
Vetsbd Livestock related only Bangla blog
তাহলে কচ্ছোপের ডিম কেমন?
round…….