আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশন সাধারনত ঘোড়াতে বেশি দেখা যায়। তবে যেসব ষাঁড় ও পুরুষ মহিষ দ্বারা কাজ করানো হয় তাদের মধ্যেও এটি যথেষ্ট পরিমানে পরিলক্ষিত হয়। এছাড়া ২ বছরের নিচের বাছুর বা গাভীতে সাধারনত এটা দেখা যায় না। তবে গাভীতে তার গর্ভকালিন সময়ের শেষ ৫-৮ মাসের মধ্যে এই আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশন বেশি হয়ে থাকে। এখন আমি আপনাদের একটি ভিডিওতে আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশনের লক্ষণ ও তা কিভাবে সারাতে হয় তা দেখাবো। ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে ম্যাজিকের মতো এই সমস্যার সমাধান করা যায়। যা দেখে খামারি অবাক হয়ে যাবে এবং আপনি তখন তার কাছে বড় ডাক্তার!
আসুন তবে ভিডিওটি দেখি-
২ মন্তব্য