৩১ তম বিসিএস-এ ৭০ জন ভেটেরিনারিয়ান নিয়োগের মৌখিক পরীক্ষায় অবৈধভাবে ৫ জন এনিম্যাল হাসবেন্ড্রীর বিশেষজ্ঞকে মনোনিত করার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচী পালনকালে ষড়যন্ত্রমূলকভাবে ডিএলস-এ এনিম্যাল হাসবেন্ড্রীর ভাড়া করা গুন্ডাবাহিনী দ্বারা ভাংচুর ঘটিয়ে তার দায় ভেটেরিনারিয়ানেদের উপর চাপিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ ৩০ তম বিসিএস-এ ভেটেরিনারিয়ান পদের বিপরীতে ২৮ জন এনিম্যাল হাসবেন্ড্রীর গ্রাজুয়েটের সুপারিশ বাতিল করে ৩০ তম বিসিএস-এ মৌখিক পরীক্ষায় পাশকৃত প্রকৃত ভেটেরিনারিয়ানদের দ্বারা উক্ত পদসমূহ পূরণ করে ফলাফল পূণঃপ্রকাশ এবং ডিএলস-এর অরগানোগ্রাম সংশোধনের দাবিতে আগামী ১৫ এপ্রিল সারাদেশে ভেটেরিনারিয়ানগণকে কালোব্যাজ ধারণ করার আহ্বান জানানো হয়। গতকাল বিকাল ৪.০০ টায় বিভিএ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৫ এপ্রিল বিকাল ৫.০০ টায় বিভিএ-র বর্ধিত সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সেই সভা থেকে আরো কঠোর কর্মসূচী আসবে বলে বিভিএ-র নেত্রীবৃন্দ উল্লেখ করেছেন। এই বিষয়ে বাংলাদেশের ভেটেরিনারিয়ানদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
সূত্র- বিভিএ-র মিটিং থেকে ফিরে লেখক।
বিষয়বস্তু৩০ তম বিসিএস ৩১ তম বিসিএস অরগানোগ্রাম এনিম্যাল হাসবেন্ড্রীর ষড়যন্ত্র কালোব্যাজ ধারণ
এটাও দেখতে পারেন
প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস
প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …