ভেড়ার জন্য বিলাসী জীবন যাপনের উপযোগী হোটেল তৈরি হয়েছে জাপানে। জাপানের বিত্তবানদের কাছে ভেড়া পোষার বিষয়টি এখন হালের ফ্যাশন। কিন্তু তাঁরা ভ্রমণে বের হলে এই শখের ভেড়াটি রাখার উপযুক্ত স্থানের জন্য দুশ্চিন্তা করেন।
ভেড়া নিয়ে তাঁদের এই সমস্যার সমাধান করতেই ‘হোটেলশিপ’ নামে একটি হোটেল নির্মাণ করেছেন জাপানের এক ব্যবসায়ী। সম্প্রতি ভেড়ার হোটেলের প্রচারণায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও এবং ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভেড়ার হোটেলের কক্ষে ৩০ টি আরামদায়ক বিছানা রয়েছে আর একটু বেশি পয়সা খরচ করলে ভেড়াগুলো টেলিভিশনও দেখতে পারবে। এই হোটেলে অবশ্য মারমুখী কোনো পুরুষ ভেড়াকে (র্যাম) ভাড়া দেওয়া হবে না বলেই হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। ভেড়ার হোটেলের কক্ষ অনলাইনে বুক দিতে হবে। ওয়েবসাইটটির ঠিকানা http://www.hotelsheep.com/
Vetsbd Livestock related only Bangla blog