গবাদিপশু পালনে অবদান ১০ হাজার কোটি টাকা

Shared from: www.prothom-alo.com


দেশে এখন ২ কোটি ৮৬ লাখ গরু আছে। আর ছাগলের সংখ্যাও নেহাত কম নয়; ১ কোটি ৯৪ লাখ ছাগল আছে। আর ভেড়া ১৫ লাখ ও মহিষ সোয়া ৬ লাখ। গরু, মহিষ, ছাগল, ভেড়া পালনকারী গৃহস্থেরা কিন্তু অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। ২০১৩-১৪ অর্থবছরে এই প্রাণীগুলো লালন-পালন করতে গিয়ে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৯ হাজার ৮৯০ টাকার মূল্য সংযোজন করেছেন গৃহস্থেরা।

Source: গবাদিপশু পালনে অবদান ১০ হাজার কোটি টাকা

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.