ভেটেরিনারিয়ানগণ কেন টাইটেল হিসেবে ‘ডাঃ’ ব্যবহার করতে পারেন?

ভেটেরিনারিয়ানগণ কেন টাইটেল হিসেবে ‘ডাঃ’ ব্যবহার করতে পারেন, এটা নিয়ে বেশ কিছু দিন ধরেই ফেইসবুকে বেশ আলোচনা চলছিল। আমার যদ্দুর মনে পড়ে, যশোর মেডিকের কলেজের একজন ছাত্র ফেইসবুকে একটা ছবি শেয়ার করে, যেখানে দেখানো হয় MBBS আর BDS পাশ ছাড়া আর কেউ Doctor (Dr.) সম্বোধন ব্যবহার করতে পারবে না। তারপরই এই প্রশ্নের অবতারনা। এখানে দুটো শব্দ আছে, একটা “Doctor” আরেকটা বাংলায় “ডাঃ”।


প্রথমে আমি Doctor শব্দটি নিয়ে কিছু বলতে চাই। সাধারনত যাঁরা PhD করা তাঁরা Doctor (Doctorate) শব্দটি ব্যবহার করতে পারেন। এখানে আমি Doctorate-এর  সংজ্ঞা দিতে চাই-“A doctorate is an academic or professional degree that, in most countries, qualifies the holder to teach at the university level in the degree’s field, or to work in a specific profession. Many universities award “honorary doctorates” to individuals who have been deemed worthy of special recognition, either for scholarly work or for other contributions to the university or to society.[1]

ছয় প্রকারের ডক্টরেট ডিগ্রী আছে-

1. Research doctorate

2. Licentiate

3. Higher doctorate and post-doctoral degrees

4. Professional doctorate

5. Honorary

6. Professorship as a higher degree

এখানে আমি Professional doctorate নিয়ে আলোচনা করতে চাই-

Professional doctorates are awarded in certain fields where scholarly research is closely aligned with a particular profession, such as law, medicine, social work or psychology. Examples include Doctor of Medicine (MD), Doctor of Osteopathic Medicine (DO), Doctor of Pharmacy (Pharm.D.) Doctor of Psychology (PsyD), Doctor of Social Work (DSW), Doctor of Dental Surgery (DDS), Doctor of Veterinary Medicine (DVM), Juris Doctor (JD), and Doctor of Nursing Practice (DNP).

The term Professional Doctorate is used to refer to research doctorates with a focus on applied research, or research as used for professional purposes.[2]

কাজেই DVM একটি Professional Doctorate ডিগ্রী। 

এখানে আবার নতুন একটি প্রশ্ন তৈরি হলো। MBBS আর MD এর মধ্যে পার্থক্য কী? আমেরিকায় MBBS হলো under-graduate ডিগ্রী আর MD হলো post-graduate ডিগ্রী।

তবে প্রশ্ন হলো বাংলায় ডাক্তার (ডাঃ) সম্বোধনটি ব্যবহার করা নিয়ে। আর তার জন্য চাই আইন।  The Bangladesh Veterinary Practitioner’s Ordinance-1982 (Act-1986) -এ পরিস্কারভাবে সেরকম কোন নির্দেশনা নেই। তবে ১৯৮৬ সালে সরকারেএই মর্মে একটি আদেশ জারি করে । যেখানে বলা হয়, “নির্দেশিত হয়ে জানাচ্ছি, ভেটেরিনারি প্রাকটিশনারগণ নামের পূর্বে ডাক্তার (ডাঃ) সম্বোধন ব্যবহার করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। ভেটেরিনারি প্রাকটিশনারগণ সরকার কর্তৃক প্রণীত বিধি-মোতাবেক রেজিষ্ট্রেশন প্রাপ্তি সাপেক্ষে তাঁদের নামের পূর্বে ডাক্তার (ডাঃ) সম্বোধন ব্যবহার করতে পারবেন।” নিচে সেই আদেশটির কপি দেয়া হলো-

GO
GO

 

Reference:

1. http://en.wikipedia.org/wiki/Doctorate

2. Stuart Powell, Elizabeth Long, Professional Doctorate Awards in the UK, UK Council for Graduate Education (2005)

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

বিভিএ’র নবনির্বাচিত কমিটির বিগত এক মাসের অর্জন

এক মাস পূর্ণ করলো বিভিএ ২০১৭-২০১৮ কমিটি। কেমন ছিলো এই এক মাসের অগ্রযাত্রা ? কী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.