পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর বরিশালের বাবুগঞ্জস্থ এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ)এর আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস’২০১৪ উপলক্ষ্যে আয়োজিত ৩ (তিন) ব্যাপি কর্মসূচি শেষ হয়েছে ।
সকাল ৯ টায় একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে অনুষদীয় অডিটরিয়ামের সামনে এসে শেষ হয় ।
এরপর সকাল ১০.০০ টায় এবারের প্রতিপাদ্য বিষয় “” উপর এক সেমিনার ও দিবসটি তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন অত্র অনুষদের ডিন ড.মো:আব্দুল মতিন, বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, ড.মো: আহসানুর রেজা , সহকারি অধ্যাপক , ফিজিওলজী, ও ফার্মাকোলজী বিভাগ, আরো উপস্থিত ছিলেন
“বিশ্ব ভেটেরিনারি দিবস’২০১৪”উদযাপন কমিটির আহ্বায়ক ড. এ,কে,এম, মোস্তফা আনোয়ার, চেয়ারম্যান, মাইক্রোবায়োলজী বিভাগ ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন , ড.মো:রুহুল আমিন ,চেয়ারম্যান ফিজিওলজী, ও ফার্মাকোলজী বিভাগ, ভিএসএ’র সহ-সভাপতি(২) মো:রিয়াজ আল মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক মো:মহসিন আলী ,সদস্য এ বি এম জুনায়েদুর রহমান ,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো:মেহেদেী হাসান ,সাধারন সম্পাদক মো:দিদারুল ইসলাম ,প্রাক্তন ছাত্র ডা:মো:নুরজ্জামান ,সহ-সভাপতি(১) মো:রকিবুল ইসলাম । উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা মো: নুরুল আলম, ইউএলও,ডিএলএস।
সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ডা:মিল্টন তালুকদার , সহকারি অধ্যাপক , ফিজিওলজী, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজী বিভাগ।
সভার শুরুতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বক্তব্য প্রদান করেন ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ) এর সাধারন সম্পাদক ও “বিশ্ব ভেটেরিনারি দিবস’২০১৪”উদযাপন কমিটির সদস্য সচিব মো:মুস্তাফিজুর রহমান পাপ্পু ।
এছাড়া সন্ধ্যায় অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে ।
কর্মসুচির আগামী ২৭ ও ২৮ এপ্রিল বিনামূল্যে গবাদি পশু-পাখির চিতিৎসা ও ঔষধ প্রদান করা হবে ।
উল্লেখ্য এই ৩ (তিন) ব্যাপি অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক সমকাল , ক্যাম্পাসলাইভ২৪.কম, স্থানীয় বরিশালের কথা । অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল টেকনো ড্রাগস লিঃ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিঃ, এসিআই লিঃ, দি এক্মি ল্যাবরেটোরিজ লিঃ, নোভারটিস লিঃএবং কোয়ালিটি ফিডস্ লিঃ