
টনসিলের মতো শরীরের যে প্রত্যঙ্গটিকে এতো দিন কর্মহীন মনে করা হতো, মনে করা হতো এটি কোন কাজের না, তা হলো এপেন্ডিক্স। শরীরের একটি ঝামেলাপূর্ণ অংশ মনে করা হতো এটিকে। কোন কারণে এই এপেন্ডিক্সের কোন প্রকার প্রদাহ বা ব্যথা দেখা দিলে সাধারণত ডাক্তাররা এই অংশটিকে কেটে ফেলে দিতেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে এবার এই এপেন্ডিক্সের প্রকৃত কাজের খোঁজ পাওয়ার দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা।
এই অকর্মন্য অংশটিই শরীররের জন্য উপকারী ব্যাকটেরিয়ার নিরাপদ আবাসস্থল বলে জানান তারা। এখানেই তারা নিরাপদে বেড়ে ওঠে এবং কলেরা বা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত ব্যক্তিটির পরিপাকতন্ত্রকে পুনরায় কর্মক্ষম করার জন্য কাজ করে এই ব্যাকটেরিয়া।
নর্থ ক্যরোলাইনার ডিউক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সেন্টারের বিজ্ঞানীরা দেখিয়ে দিলেন যে, বৃহদান্ত্রের যে অংশটিকে এতোদিন অপ্রয়োজনীয় এবং ঝামেলাপূর্ণ বলে মনে করা হতো, তা আসলেই মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ । এখানে জন্ম নেয়া ও বেড়ে ওঠা ব্যাকটেরিয়াগুলো হজমে সাহায্য করে এবং কলেরা ও ডায়রিয়ার মতো মারাত্মক রোগ সংক্রমণের পর পরিপাকতন্ত্রকে আবারো আগের অবস্থায় ফিরিয়ে আনে।
এ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিল পার্কার জানান, অস্ট্রেলিয়ার রয়াল মেলবর্ন ইন্সটিটিউট অব টেকনোলজির মেডিক্যাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস ভার্ডাক্সিস জানান, “এটি সত্যি একটি চমৎকার আবিস্কার, যেখানে এতো ছোট্ট একটি ব্যাকটিরিয়া এতো চমৎকার একটি জায়গায় থাকতে পারে, এ আবিস্কারের আগে তা জানাই ছিল না।”
(তথ্য সূত্র: bdbulatin24.com)