Alexa র‌্যাংকিং-এ ভেটসবিডির অবস্থান এগিয়ে চলছে দ্রুত! কৃতজ্ঞ হলে ভেটসবিডিকে প্রমোট করুন, সাপোর্ট করুন আর রিভিউ দিন

Alexa হলো বিভিন্ন ওয়েব সাইটের তথ্য নিয়ে গবেষণাকারী একটি ওয়েব সাইট। অর্থাৎ একটা ওয়েব সাইট কত টা জনপ্রিয়, তার ট্রাফিক র‍্যাংকিং কি ইত্যাদি জানা যায় Alexa এর মাধ্যমে। বিস্তারিত এখানে


এবার আসি ভেটসবিডি’র কথায়। বাংলা ভাষায় প্রাণিসম্পদ সংক্রান্ত নানা বিষয়ে জানতে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইট ভেটসবিডি-vetsbd.com চেষ্টা করছে দেশে ভেটেরিনারি পেশায় একটা যুগান্তকারী পরিবর্তন আনতে। আমরা কেবলি সেই পথে একটা পদক্ষেপ রেখেছি মাত্র। এই যাত্রা পথের শুরুতে আপনাদের আজ একটি সুখবর দিতে চাই। কথায়। আর সুখবরটি হলো এই যে, বর্তমানে ভেটসবিডি Traffic Rank in BD তে আছে 4,578 নাম্বার সিরিয়ালে আর Alexa World  Traffic Rank  অর্থাৎ সারা বিশ্বে আছে 15,74,410 নাম্বারে। যা কিনা আজ থেকে ঠিক এক মাস আগে অর্থাৎ গত ১৯ জানুয়ারিতেও ছিল 65,11,307 নাম্বারে। আর এক সপ্তাহ আগেই মানে গত ১২ ফেব্রুয়ারিতে Traffic Rank in BD তে ছিল ১০,২১৩  নাম্বারে। গত এক মাসের Alexa World  Traffic Rank  এর একটা চিত্র নিচে তুলে ধরছি-

১৯ জানুয়ারি, ২০১৩:  65,11,307

০২ ফেব্রুয়ারি, ২০১৩: 43,11,884

১২ ফেব্রুয়ারি, ২০১৩: 24,41,540

১৯ ফেব্রুয়ারি, ২০১৩: 15,74,410

প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট www.dls.gov.bd এর Alexa World  Traffic Rank  হলো:  40,74,833 (১৯ ফেব্রুয়ারি, ২০১৩)

ভেটেরিনারিয়ান, খামারি, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ, ছাত্র-শিক্ষক সবার একটি মিলন মেলা এই ভেটসবিডি; আর এই মিলন মেলায় প্রতিদিনই আসছেন নতুন নতুন সদস্য। আমরা চাই সবাইকে একটা প্রগাঢ় বন্ধনে আবদ্ধ করতে।

আমরা নিশ্চই চাই আমাদের প্রিয় এই ভেটসবিডিকে কৃষি বিষয়ক সাইটগুলোর মধ্যে ১ নাম্বারে দেখতে চাই? আর এর জন্য অবশ্যই আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তার জন্য বেশি কিছু করতে হবে না। প্রথমে এখানে যান। তারপর রেজিস্ট্রেশন করে লগ ইন করুন। আপনি ইচ্ছা করলে ফেসবুকের সাথে কানেক্ট করেও লগ ইন করতে পারেন। তাহলে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। লগ ইন করার পর যে ফর্মটা আসবে সেটা যথাযথভাবে পুরন করে দিন। ব্যাস হয়ে গেল আপনার রিভিউ। ভেটসবিডি’র প্রতি আপনার ভালবাসার বহিঃপ্রকাশ করুন মাত্র ৫ মিনিটেই। মনে রাখবেন বিন্দু বিন্দু জল একদিন সিন্ধু অতল তৈরি করে।

ভেটসবিডিকে আরও সমৃদ্ধ করুন। সেই সাথে সাপোর্ট করুন আর প্রমোট করুন ভেটসবিডিকেঃ

আমরা ভেটেরিনারি বিষয়ক অনেক তথ্য নিশ্চই জানি যা সংশ্লিষ্ট অনেকেরই কাজে লাগতে পারে। কিন্তু ব্যস্ততার অজুহাতে কিংবা দ্বিধান্বিত থাকায় সেগুলো শেয়ার করতে পারি না। তাই আজ অনুরোধ করবো, আড়মোড়া ভেঙ্গে লিখতে বসে যান। যারা প্রাণিসম্পদ সম্পর্কিত বিভিন্ন কোম্পানিতে আছেন, তাদেরকে বলি আপনারা আপনাদের কোম্পানির নানা তথ্য আমাদের সাথে শেয়ার করতে পারেন, দিতে পারেন আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপনগুলোও। যদি সত্যিই মনে হয়ে থাকে ভেটসবিডি একটি ভাল উদ্যোগ, তবে একে সমৃদ্ধ করার দায়িত্ব আপনারও।

আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি। সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের এই ভেটসবিডিকে পৌছে দিতে ফেসবুকের সহযোগিতা নিতে পারি। ফেসবুকে ভেটসবিডি’র ফ্যান পেইজ আছে। লাইক দিয়ে আপনার সকল ফ্রেন্ডদের ইনভাইট করে দিন। তাহলে ভেটসবিডি’র জনপ্রিয়তা আরো অনেক বৃদ্ধি পাবে। এছাড়া আপনার ব্রাউজারের জন্য ভেটসবিডি টুলবারটি ইনস্টল করে নিতে পারেন। কোন একটি আর্টিকেল আপনার ভালো লেগে থাকলে তা ফেইসবুকে share করুন।

আর একটি কথা, আমরা যেহেতু কেউ কম্পিউটার সায়েন্স থেকে পাশ করিনি, তাই খুব স্বাভাবিকভাবেই প্রযুক্তিগত দক্ষতা সবার সমান হবে না। তাই যারা দক্ষ, তাদেরকে অনুরোধ করছি, যারা তুলনামূলক বিচারে একটু কম দক্ষ, তাদেরকে ভেটসবিডি ব্যবহারে সাহায্য করুন, উৎসাহ দিন।

শুধু নিজে নয়, আপনার বন্ধু-বান্ধব, পরিজন সবাইকে নিয়ে আসুন এই বলয়ে, আর

ভেটসবিডি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

নতুন আর্টিকেল লেখার নিয়ম-কানুন জানতে এখানে ক্লিক করুন।

ভেটসবিডি সম্পর্কে অন্য যেকোন বিষয়ে সাহায্য প্রয়োজন হলে দেখুন ভেটসবিডি হেল্পলাইন

ভেটসবিডি সংক্রান্ত যেকোন বিষয়ে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে আমাদেরকে লিখুন।

বিঃদ্রঃ যারা যারা রিভিউ দিলেন, তারা দয়া করে নিচে মন্তব্য করে জানাবেন।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

৫ মন্তব্য

  1. মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু

    খুবই ভালো খবর শামীম ভাই , এগিয়ে যান , আমরা আছি ভেটসবিডির সাথে

  2. Highly satisfactory progress. Congratulations to the initiator(s). Best wishes.

  3. আশা করি ভেটসবিডি আরও এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.