What should we done!!!


“সুশিক্ষিত মেধাবী জাতি তৈরীতে প্রাণিজ পুষ্টির কোনো বিকল্প নেই। তাই পশুউৎপাদন অতীব জরুরী। পশুউৎপাদন ও গবেষণাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ কর্মকর্তার পদ সৃষ্টি করা হবে। এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। দেশে পশুউৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকল পাবলিক কৃষি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ্যানিমেল হাজবেন্ড্রী ডিগ্রী খোলা হবে।” এ কথাগুলো আজ মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের (বিএএইচএ) উদ্যোগে আয়োজিত “বাংলাদেশের এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষা ও পেশার ৫০ বছরের পথ পরিক্রমা” শীর্ষক সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস বলেন।

বাংলাদেশে এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে এ্যানিমেল হাজবেন্ড্রি গ্রাজুয়েটদের পেশাজীবি সংগঠন বিএএইচএর সভাপতি অধ্যাপক ড. জসিমউদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী জনাব আবদুল হাই, সচিব জনাব উজ্জ্বল বিকাশ দত্ত, বাংলাদেশ প্লানিং কমিশনের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম। সম্মানিত অতিথিরা হচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল ওয়াদুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) সাবেক মহাপরিচালক আব্দুর রাজ্জাক মিয়া, বর্তমান ডিএলএস মহাপরিচালক আশরাফ আলী এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (বিএলআরএই) ড. খান শহীদুল হক। সেমিনারের পৃষ্ঠপোষকতা করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক। অনুষ্ঠানের শুরম্নতেই এ্যানিমেল হাজবেন্ড্রী শিক্ষা ও পেশাকে উন্নয়নে বিশেষ অবদানের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযু্ি‌ক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ “বাংলাদেশের এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষা ও পেশার ৫০ বছরের পথ পরিক্রমা” উপস্থাপন করেন অধ্যাপক ড. এ.কে.এম. ফজলুল হক ভুঁইয়া। সেমিনারে আরো অংশগ্রহণ করেন প্রায় ২ হাজার এ্যানিমেল হাজবেন্ড্রি গ্রাজুয়েট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, গবেষক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, প্রাণিসম্পদ সম্প্রসারনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী এনজিও, এ্যানিমেল হেলথ, ঔষধ কোম্পানী, ফিড কোম্পানীসহ বাণিজ্যিক পোল্ট্রি ও ডেয়রি খামারের উদ্যোক্তারা। সেমিনারের দ্বিতীয় অধিবেশনে এ্যানিমেল নিউট্রিশন, পোল্ট্রি উৎপাদন ও ডেয়রি ডেভেলপমেন্ট বিষয়ক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন বিভিন্ন গবেষকবৃন্দ।

সেমিনারে পশুবিজ্ঞানীরা সরকারের কাছে প্রাণিসম্পদ ও পোল্ট্রি উন্নয়নে ১০টি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হচ্ছে: দেশের সকল পাবলিক কৃষি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাণিজ আমিষের ঘাটতি মেটাতে উৎপাদনমূখী এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রী চালুকরণ, এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষা ও গবেষণার দিকে নজরদারিকরণ, বিসিএসে উপজেলা পর্যায়ে এন্ট্রি লেভেলে এ্যানিমেল হাজবেন্ড্রি গ্রাজুয়েটদের পদ সৃষ্টিকরণ, বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল গঠন, অনার্স ও মাস্টার্সে যুগপোযোগী এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রীর কোর্স আধুনিকায়ণ, এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষা ও গবেষণা সম্প্রসারণের লক্ষ্যে এ্যানিমেল হাজবেন্ড্রি এ্যালামনাই এসোসিয়েশন গঠন, পোল্ট্রি ও ডেইরি বিজ্ঞানে পৃথক ডিগ্রী প্রদান, জাতীয় গবাদিপশু উন্নয়ন নীতিমালা ও জাতীয় পোল্ট্রি নীতিমালার বাস্ত্মবায়ন এবং জাতীয় পোল্ট্রি ও ডেয়রি ডেভেলপমেন্ট বোর্ড গঠন।

BVA yet not put any comments or action about it. Whats about feelings or comments about it?Please reply quickly. We should take immediate necessary action about it.

লেখকঃ ডা.ওসমান গনি শিশির

Scientific Officer, Ranikhet Vaccine Section, Livestock Research Institute(LRI), Mohakhali, Dhaka. Former Veterinary Surgeon,Upazila livestock Office, Thakurgaon Sadar, Thakurgaon. Former Senior Scientific Officer, livestock Division, Bangladesh Agricultural Research Council (BARC), Farmgate, Dhaka. Former Scientific Officer, Poultry Disease Diagnostic Laboratory, BLRI, Savar, Dhaka. Former Scientific Officer, (Sheep Health) , Goat & Sheep Production Research Division, BLRI, Savar, Dhaka. DVM, 2003 (BAU); MS in Microbiology 2007 (BAU). Cell: 01716-022840 Email: shishir.micro@yahoo.com; www.drosmanshishir.wordpress.com

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

১১ মন্তব্য

  1. অযুত সম্ভাবনার দেশ এই বাংলাদেশ। অদূর ভবিষ্যতে ডি ভি এম ডিগ্রী কে প্রথমে ডিপ্লোমা মানে অবনমন তার পর বিলুপ্ত ঘোষনা করলেও আমি খুব বেশি অবাক হবো না!! কী লাভ ডি ভি এম পড়িয়ে!! ৩২ দিন মুরগী পালতে আর ৩ মাস গরু মোটা তাজা করণে আবার ডাক্তার লাগে নাকি?? আর বি ভি এ তে যারা আছেন উনাদের তো কোনো সমস্যা নাই কারণ উনাদের জীবদ্দশায় আর বেশি কিছু প্রয়োজন নাই! গাড়ি বাড়ি সবই তো উনাদের আছে। যত সমস্যা সব আমাদের মত শিক্ষিত বেকারদের। কোনো সমস্যা নাই, আমরা বাজার থেকে চটি বই কিনে মুরগী কেমনে পালন করতে হয় শিখে নেবো!! তারপর ২০০ মুরগী দিয়ে ব্রয়লার ফার্ম করবো ইনশাল্লাহ!! কেউ টেনশিতো হইয়েন না পিলিজ!! বড়রা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে আপনারা না হয় পাম অয়েল দিয়েই ঘুমালেন!!

  2. jekhane BVA kichu bolche na sekhane amra young vet ra blle ki hbe. Sorisha r vitor e jno vuter basha. Eto juralo andolon hotat e ekebare cupcap….. Nw its time 2 do or die.

  3. আমি জানি না আজ কি লিখবো, তবে এই টুকু বলতে পারি , আমাদের শ্রোদ্ধেয় ভেটেরিনারীয়া্ন নেতাদের প্রতি, আপনারা যা শুরু করেছেন তাতে আমরা স্টুডেন্ট সমাজ লজ্জিত, আপনাদের টাকার কি এতো লোভ ? , একটু করেন না প্রফেশনের জন্য , আর বেইমানী করবেন না, জেগে উঠুন ভেটেরিনারিয়ানরা।

  4. This is too much. I have no hope from our BVA. BVA is hopeless organization. It is operated by legless, eyeless and mindless poeples/veterinarian. So we are facing this problems continuously.

  5. dvm r jnno onk kharap news…ar tibro ninda janai………sokol veterinarian der jege othar ahobban janassi………………

  6. Jonab abdul lotif biswas, age j chatrochatrira pass kore berieche tader upojukto chakri nishchito korun, tarpore nahoy r ki korben na korben seisob chinta vabna korben….DVM pass kore Bank e interview dite boro lojja lage….

  7. BVA ke gali deoar jonno khub kharap ekta word mukhe asce, jeta lekhar ojoggo,

  8. ei post porar por amar mathai rokto uthe gece, pora lekhai mon bosate parchina, veterinarianra evabe chupchap thakle ekdin amader na kheye morte hobe, ekhon tuktak kichu chakrir sujog thakleo odur vobissote amader jonno biporjoi opekkha korche

  9. লেখাটি পড়ে যারা মন্তব্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ। লেখাটিতে একটি কথা আসেনি তা হচ্ছে পূর্বের ডিএলএস-এর অরগানোগ্রামের ৬:১ ভেট:এইচ রেশিও বর্তমানে ১:১ -এ পরিনত হয়ে পাশ হতে যাচ্ছে যা আমাদের ভেট তথা পুরো জাতির জন্য একটি দু:সংবাদ। অনেকের মন্ত্যবে হতাশা ও প্রচন্ড ক্ষোভ প্রকাশ পেয়েছে তবে আমি সবার কাছে ক্ষোভ এর পরিবর্তে সুনির্দিষ্ট কর্মসূচী প্রত্যাশা করেছিলাম। যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা জানেন যে, এই সময়ে আমি খুবই ব্যস্ত সময় অতিক্রান্ত করছি তারপরেও এইরকম একটি খবর শুনে আমি চুপ থাকতে পারিনি আপনাদের সাথে শেয়ার করেছি। বিভিএ কাজ করছে না এই বলে আমরা আপামর ভেটেরিনারিয়ানরা তো আর চুপ করে বসে থাকতে পারিনা বিশেষ করে ছাত্ররা/যুবকেরা এখন যাদের যুদ্ধে যাবার সময় আবার তারাই বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এই সিদ্ধান্তে। তাই আমরা কয়েকজন মিলে এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে আগামী ২৮/০৯/১২ ইং রোজ শুক্রবার ঢাকায় ডিএলএস চত্তরে একত্রিত হয়ে কর্মসূচী ঘোষনা করতে চাই। আশাকরি সকলে এই খবরটি দায়িত্ব নিয়ে প্রচার করে ঢাকায় এসে বিভিএ কে চাপ প্রয়োগ করতে সচেষ্ঠ হবো। বিভিএ কে আমরাই নির্বাচিত করেছি তাই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার অধিকারো রাখি। আর রাহুল ভাইকে বলছি প্রাণি অধিকার নিয়ে যখন কাজ করার জন্য “প্রাধিকার” গঠন করে বসেছেন তখন “ভেটাধিকার” সম্পের্ক এত ঔদাসিণ্য কি আপনার দ্বারা শোভা পায়? পরিশেষে সকলের সত:স্ফুর্ত মন্তব্য ও অংশগ্রহন কামনা করছি।

  10. Amar ekta plan ache, seta holo 1.surute amra ekta press conferance korbo, sekhane bortoman ki poriman dvm graduate bekar ache tar ekta porisonkhan tule dhorte hobe, ebong 1:1 hole dvm graduateder ki poristhiti hobe, combind degreer priojoniota tule dhorte hobe.2. erpor amra livestock minister borabor ekta sharoklipi send korbo, sobchey valo hoi jodi minister er sathe kotha bola jai, seta korte hobe BVA othoba govt er kono person die jini veterinarian.3. erpor jodi sorkar bujhte na chai tahole sob universityte dvm faculty dhormoghot suru korbe class porikkha off thakbe bivinno jaigai human chain hobe, othoba amoron onoson korte hobe othoba rajpoth oborodh korte hobe ebong sekhane andolonkarider buke erokom poster lekha thakbe je BEKAR THAKAR CHEY MORE JAOA ONEK VALO . Ar ei movement andolon sophol na hoa porjonto cholte thakbe.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.