সাধারনত বাংলাদেশ কম-কমিশন এর আওতাধীন ১ম শ্রেনির কমকতা নিয়োগের ক্ষেত্রে সব্বোচ্চ বয়স সীমা থাকে ৩০ বছর। কিন্তু যারা মেডিকেল কলেজ কিংবা ডেন্টাল কলেজ হতে ৫ বছরের ডিগ্রি গ্রহন করে সে সকল ছাত্র -ছাত্রী তারা এই সুযোগ ৩২ বছর পযন্ত পায় । তাহলে যে সকল ছাত্র -ছাত্রী ৫ বছরের ডিগ্রি গ্রহন করে সবার ক্ষেত্রে এই নিয়ম সঠিক হওয়া উচিত। তাহলে ডক্টর অফ ভেটেরিনারী মেডিসিন এর গ্রাজুয়েটগন ৫ বছরের ডিগ্রি গ্রহন করে কেন এই সুযোগ হতে বঞ্চিত হবে ? এই দায়িত্ব আসলে কার ? নাকি আমরা সারাজীবন এভাবে মেনে মেনে প্রতিটি ক্ষেত্রে সুযোগ হারাব। অনেকে বলতে পারেন এটা তো DLS এর দায়িত্ব । আমাদের কি করার আছে? মনে রাখতে হবে DLS এর DG AH এর , সে নিশ্চয় ডিভিএম এর জন্য পজিটিভ কিছু করবে না ।আমরা কি পারি না , সারা দেশ হতে এক সাথে ১ দফা দাবিতে কিছু করতে ? এই পেশা আমাদের সবার এবং এই পেশার উন্নয়নে আমাদের সবাইকে সাথে কাজ করতে হবে । আমি মনে প্রানে বিশ্বাস করি আমরা যদি আমাদের এই দাবিতে অটল থাকি তাহলে আমাদের জয় হবেই হবে। কারন এটা তো আমাদের যোক্তিক দাবি । আমরা অন্ন্যায় তো কিছু দাবি করছি না , তাই আসুন আমরা এই বিষয় টা নিয়ে এক টু ভাবি কিভাবে কি করা যায় ?
বিষয়বস্তুবিসিএস বিসিএস এর শেষ বয়স ভেটেরিনারী পেশা
এটাও দেখতে পারেন
বিভিএ’র নবনির্বাচিত কমিটির বিগত এক মাসের অর্জন
এক মাস পূর্ণ করলো বিভিএ ২০১৭-২০১৮ কমিটি। কেমন ছিলো এই এক মাসের অগ্রযাত্রা ? কী …
খুবই যৌক্তিক দাবী। এই বৈষম্য দূর হওয়া উচিৎ।