সর্বশেষ পরিবর্তনঃ ১৫ মে, ২০১২
বাংলা ভাষায় প্রাণিসম্পদ সংক্রান্ত প্রথম ও একমাত্র ব্লগ সাইট ভেটসবিডিতে আপনাকে স্বাগতম। ভেটসবিডিতে আর্টিকেল লেখা ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। ভেটসবিডিতে নিবন্ধন ও মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি ‘নীতিমালা ও ব্যবহারবিধি’ পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।
প্রকাশিত আর্টিকেল ও মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব ভেটসবিডি বহন করে না।
১. ব্লগ করা সংক্রান্ত
- ১.১ কোন আর্টিকেল লেখার আগে প্রথমেই নিশ্চিত হয়ে নিন আপনার প্রোফাইলে (Biographical Info-তে) আপনার পরিচয় দেয়া আছে কিনা, কেননা, পরিচয় ছাড়া কোন আর্টিকেল লিখলে তা যে কোন সময় সরানো হতে পারে বা মুছে ফেলা হতে পারে। ভেটসবিডিতে প্রকাশিত সকল আর্টিকেল নৈতিক ও ভেটেরিনারি পেশা সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত আর্টিকেলও ভেটসবিডিতে প্রধান্য পাবে।
- ১.২ সকল আর্টিকেলের মূল ভাষা বাংলা হতে হবে। ইংরেজিতে লিখলে তাতে কমপক্ষে ৬০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে। ফোনেটিক ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।
- ১.৩ ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন আর্টিকেল লেখা যাবে না।
- ১.৪ বাংলায় লিখলে টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। টেকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন টার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।
- ১.৫ কোন ধরনের সফটওয়ার লেখায় সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। তবে লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে।
- ১.৬ নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা হুবহু কপি পেস্ট করে নিজের নামে আর্টিকেল লেখা যাবে না।
- ১.৭ নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে আর্টিকেল লেখা যাবে তবে তা অবশ্যই এই নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।
- ১.৮ পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, লেখক নিজে হুবহু লিখতে পারবেন। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ লেখকের ইচ্ছাধীন। তবে একাধিক ব্লগে বা একাধিক অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) দিতে হবে।
- ১.৯ নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা ভেটসবিডিতে লিখতে ভেটসবিডি’র বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা ভেটসবিডিতে লিখেন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।
- ১.১০ কিছুটা লিখে বাকি লেখা পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ বা অন্য কোন সাইট এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ লিখে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে লেখা যাবে। তবে বড় কোন আর্টিকেল ধারাবাহিকভাবে লেখা যেতে পারে।
- ১.১১ জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক আর্টিকেল প্রকাশ করা যাবে না। কোন ঔষধ বা এ জাতীয় কোন দ্রব্যের নাম লিখতে হলে তার জেনেরিক নাম বা মূল উপাদানের নাম ব্যবহার করার চেষ্টা করুন। সরাসরি ট্রেড বা বানিজ্যিক নাম ব্যবহার করা থেকে বিরত থাকুন। উদাহরণ হিসাবে বা কোন প্রোডাক্ট-এর বা কোন ঔষধ বা পুষ্টি উপাদান বা এ জাতীয় কোন দ্রব্যের পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে ট্রেড বা বানিজ্যিক নাম ব্যবহার করা যাবে। কোন কোম্পানির কোন পণ্যকে হেয় প্রতিপন্ন করে কোন আর্টিকেল লেখা যাবে না। আর এ সমস্ত ক্ষেত্রে ভেটসবিডি কর্তৃপক্ষের/এডমিনের সিদ্ধান্তই চুড়ান্ত।
- ১.১২ কোন প্রোডাক্ট-এর বা কোন ঔষধ বা পুষ্টি উপাদান বা এ জাতীয় কোন দ্রব্যের পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে যেসব বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে তা হলো- পণ্যটির ট্রেড নেম বা বাণিজ্যিক নামের পাশাপাশি জেনেরিক নেম (Generic Name); Composition বা কি কি উপাদান আছে ; Mode of Action বা পণ্যটি কিভাবে কাজ করে; কোন ট্রায়াল হয়ে থাকলে তার সংক্ষিপ্ত বিবরণ, ট্রায়াল না হয়ে থাকলে সেটিও অবশ্যই উল্লেখ করতে হবে। এই শর্তাবলির এক বা একাধিক শর্ত ভঙ্গের কারণে যে কোনো লেখকের আর্টিকেল অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনা করা হতে পারে।
- ১.১৩ প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন।
- ১.১৪ অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
- ১.১৫ ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে আর্টিকেল লেখা যাবে না বা এধরনের আর্টিকেল ব্লগে থাকা যাবে না।
- ১.১৬ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্লগে ব্যবহার করা যাবে না।
- ১.১৭ রাজনীতি সংক্রান্ত কোন বিষয় বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোন বিষয় নিয়ে ব্লগ করা যাবে না।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য ভেটসবিডি যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো লেখকের আর্টিকেল অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং লেখককে সাময়িক বা স্থায়িভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।
২. মন্তব্য করা সংক্রান্ত
- ২.১ লেখকদের কিংবা লেখক নয়, এমন কাউকে গালিগালাজ করা যাবে না।
- ২.২ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
- ২.৩ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
- ২.৪ প্রচারণা বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে মন্তব্যে কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।
- ২.৫ কোন কোম্পানির কোন পণ্যকে হেয় প্রতিপন্ন করে কোন মন্তব্য করা যাবে না।
- ২.৬ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব ভেটসবিডি বহন করে না।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য ভেটসবিডি যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো লেখকের বা ভিজিটরের মন্তব্য অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।
৩. লেখক আইডি ও নাম সংক্রান্ত
- ৩.১ লেখক আইডি ও নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য লেখক এর নামকে হেয় করে।
- ৩.২ বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন লেখক আইডি এবং নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।
- ৩.৩ সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন লেখক আইডি ও নাম ব্যবহার করা যাবে না।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য ভেটসবিডি যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো ব্লগারের লেখক আইডি বা ইউজার নেম অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।
৪. নীতিমালার পরিবর্তন
- ৪.১ ভেটসবিডি নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করা হতে পারে। তবে তা মূল নীতিমালার খুব একটা পরিবর্তন না করেই। নীতিমালার সর্বশেষ পরিবর্তনের তারিখ এই পাতার একদম উপরে প্রকাশ করা হবে। নীতিমালা বড় ধরনের কোন পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে।
Vetsbd Livestock related only Bangla blog