ভেটসবিডি ক্লাবের সদস্য হোন

“ভেটসবিডি ক্লাব” নামে নতুন একটি পাঠক সমাবেশ তথা নতুন একটি সামাজিক আন্দোলনের প্লাটফরম গড়ে তোলা ভেটসবিডির লক্ষ্য। বিশ্ববিদ্যালয় ভিত্তিক এই ক্লাবগুলোর কাজ হবে ক্লাবের সদস্যদের মাঝে তথ্য ও জ্ঞান আদান-প্রদান সহজ ও জোড়দার করা, ভেটেরিনারি পেশার উন্নয়ন তথা দেশের প্রাণিসম্পদ উন্নয়নে অংশিদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা এনথ্রাক্স এর মতো রোগ-ব্যাধী প্রতিরোধে সরকারকে সহায়তা করা, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড যেমন রক্তদান করা, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সহায়তা করা ইত্যাদি।

আমরা চাই প্রত্যেকটি ভেটেরিনারিয়ান দক্ষতা, উৎকর্ষতা আর প্রচণ্ড আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে উঠবে। সমাজে তাদের অবস্থানকে আরো সুদৃঢ় করবে। নিভু নিভু সামাজিক মর্জাদাকে করে তুলবে ভিষণভাবে প্রজ্বলিত। আর এই লক্ষ্যে যোগদিন ভেটসবিডি ক্লাবে-

ভেটসবিডি ক্লাবে যোগদানের জন্য সদস্যপদ পূরণ করুণঃ

[contact-form-7 id=”2170″ title=”ভেটসবিডি ক্লাব সদস্য ফরম”]