প্রিয় পাঠক, কেমন আছেন সবাই? আশা করি এই তপ্ত দাবদাহে কোনরকম নিশ্বাস নিয়ে হলেও বেশ ভালই আছেন। আজ আমি আপনাদের সামনে Rabbit আর Hare বা শশক আর খরগোশের মধ্যে কি মিল আর কি অমিল তাই তুলে ধরার চেষ্টা করব। যদিও এদর মধ্যে বেশ মিল থাকলেও বেশ কিছু অমিলও রয়েছে-আসুন জেনে নেবার প্রয়াস চালাই।
পার্থক্যের বিষয় | Hare বা খরগোশ | Rabbit বা শশক |
ছবি | ![]() |
![]() |
খাদ্যাভ্যাস | তৃণভোজী, তুলনামূলক শক্ত খাবার যেমন: গাছের ছাল, ফলের খোসা, গাছের মুকুল, ছোট কান্ড বা শাখা ইত্যাদি খেয়ে থাকে। | তৃণভোজী তবে এরা শুধু নরম কাণ্ড, ঘাস বা শাক-সবজী খেয়ে থাকে। |
Genus/Genera: | Lepus | Pentalagus, Bunolagus, Nesolagus, Romerolagus, Brachylagus, Sylvilagus, Oryctolagus, Poelagus |
Order: | Lagomorpha | Lagomorpha |
Family: | Leporidae | Leporidae (in part) |
Class: | Mammalia | Mammalia |
Phylum: | Chordata | Chordata |
Kingdom: | Animalia | Animalia |
দৈহিক পার্থক্য | ||
আকৃতিগত | আকারে বড় এবং বেশি ক্ষিপ্রতা সম্পন্ন | ছোট ও শান্ত স্বভাবের |
কান ও পা | তুলনামূলকভাবে বড় | ছোট |
পশম | পশমে কাল markings দেখা যায় | |
নবজাতক | নতুন জন্ম নেয়া শাবক চুল (hair)সহ জন্মায় এবং জন্মাবামাত্রই শাবকগুলো দেখতে পায়। আর এদের altricialবলা হয়।hare এর নবজাতক শাবককে বলে leveret
![]() |
এদের শাবকগুলো কোনরুপ পশম বা চুল ছাড়াই জন্মায় এবং শুরুতে এরা অন্ধ থাকে। আর তাই এদের precocialবলা হয়।Rabbit এর নবজাতক শাবককে বলে kitten, kit, or, bunny
![]() |
পেছনের পা | লম্বা ও বেশ শক্তিশালী হয় | খাটো হয় |
আচরণগত পার্থক্য | ||
পোষ মানা | পোষ মানে না | এরা পোষ মানে |
বাসস্থান | এরা মাটির ওপর ছিমছাম বাসা বানায়। | cottontail rabbit ছাড়া বাকি সব গর্তে বাস করে। এরা তাদের শাবকগুলোকেও মাটির নিচে অর্থাৎ underground-এ রাখে। |
সামাজিকতা | এরা একাকী থাকতে পছন্দ করে। তবে সংগমের সময় বিপরীত লিঙ্গের সাথে জোড়া বাঁধে। নিজেদের মধ্যে মারামারি করে না। | এরা সামাজিক এবং কলোনী আকারে বাস করে। পুরুষ rabbit বা শশকেরা নিজেদের মধ্যে মারামারি করে। প্রতিযোগীতায় যে পুরুষটি জেতে সে-ই কলোনীর বেশীর ভাগ স্ত্রী শশকের সাথে mating করতে পারে। |
বিভিন্ন ভাইভা বোর্ডে কাজে লাগবে। ধন্যবাদ শামীম।
তোমাকেও ধন্যবাদ মইন।
আপনার লেখাগুলি পড়ছি। ভালো। আমি একাত্তর টেলিভিশনে কাজ করি। এখানে একটি কৃষি বিষয়ক অনুষ্ঠান করতে যাচ্ছি। নিয়মিত। সপ্তাহে ৫ দিন। আপনি সাথে থাকলে খুশি হবো। একসাথে আমরা অনেক ভালো কাজ করতে পারবো। ফোন দিয়েন, আপনার নাম্বারটা তখন পাবো। বিশেষকরে আমাদের অনুষ্টানে আপনাকে অতিথি করতে চাই। যদি আপনি সম্পত থাকেন।
sheikh shadi, 01743 111111
আপনার ওয়েব সাইটটি অনেক সুন্দর ভাল লাগলো। আপনাকে ধন্যবাদ।
ব্যাতিক্রমি একটা লেখার জন্য তায়ফুর তোমাকে ধন্যবাদ। এই রকম আরও কিছু লেখা আশা করি পাব।
ok