ভেটসবিডি (এডমিন)-এর নিকট পরামর্শ

ডা. শামীম ভালো আছ আশা করছি। আপাতত ভেটসবিডির নীড়পাতায় নিম্নলিখিত সাইটগুলোর সংযোগ লিস্ট দিতে পারো। আশা করছি এতে ভেটসবিডির উন্নয়ন হবে। ভেটসবিডির সাফল্য কামনা করছি।


http://netvet.wustl.edu/

British Council

Royal Veterinary College, London

Commonwealth Veterinary Association

Imperial College at Wye

University of Liverpool

Madras Veterinary College

University of Queensland, Australia

Bangladesh Livestock Research Institute

ICDDR,B

www.dls.gov.bd/

www.cvasu.ac.bd/

www.sau.edu.bd/

http://www.sylhetagrivarsity.edu.bd/

www.pstu.ac.bd/

bsmrau.edu.bd/

www.hstu.ac.bd/

www.ku.ac.bd/

vla.defra.gov.uk/

www.oie.int/

www.fao.org/

Different Veterinary Medicine Journal of website in BD and world

Different Veterinary Research Institutes BD and world

লেখকঃ ডা. মইন

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ডিভিএম এবং ফার্মাকোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেছেন। সায়েন্টিফিক অফিসার হিসেবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এ কাজ করেছেন। এছাড়া তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে সিনিয়র অফিসার পদে বাজেট এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-এ কাজ করেছেন। তাছাড়া তিনি সহকারী জেলা কমান্ড্যান্ট (৩০ তম বি.সি.এস-আনসার), মানিকগঞ্জ-এ কাজ করেছেন। বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামালপুর সদর হিসেবে কাজ করেছেন।

এটাও দেখতে পারেন

বন্যা কবলিত এলাকার প্রাণিদের জন্য করণীয়

আমাদের দেশের উত্তরাঞ্চল অর্থাৎ কুড়িগ্রাম লালমনিরহাটে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রায় সকলের বাড়িতেই পানি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.