পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১ম ব্যাচের ছাত্র ডা মোঃ জাহিদুর রহমান (জাহিদ)সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন।
ডা মোঃ জাহিদুর রহমান (জাহিদ) বিদেশী কোম্পানী দিনাজপুরে অবস্থিত CP Bangladesh ltd এর একটি ব্রিডার ফার্মে চাকুরী করেন। প্রতক্ষ্যদরশী সুত্রে জানা যায় গতকাল রাত্রে আনুমানিক ২-৩ টার দিকে স্থানীয় এক দল সত্রস্ত্র যুবক ডা মোঃ জাহিদুর রহমান (জাহিদ) এর উপর হামলা চালায় এতে তিনি মাথায় ও চোখে মারাত্বক ভাবে আহত হন।প্রথমে তাকে দিনাজপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ,পরে সেখান থেকে প্রাইম হাস্পাতাল,রংপুরে স্থান্তারিত করা হয় এবংসেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। উক্ত হামলায় ডা মোঃ জাহিদুর রহমান (জাহিদ)ছাড়াও তার সহধর্মিণী সহ মোট ৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক ছাত্র এবং CP Bangladesh ltd এ চাকুরীরত ডা জয়ন্ত বনিক।
ডা জাহিদের সহপাঠী বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ১ম ব্যাচের আরেক সাবেক ছাত্র এবং CP Bangladesh ltd এ চাকুরীরত ডা ইমরান হোসেন সরকার চিকিৎসকের বরাত দিয়ে বলেন, “ জাহিদের মাথায় চোখের উপরে লোহার রড দিয়ে জোরে আঘাত করায় বেশ ভালো জখম হয়েছে ,একটি চোখের দৃষ্টি শক্তি নিয়ে এখনো শংকিত রয়েছেন ডাক্তার”
এ ব্যাপারে নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন ( বিভিএস এফ) ,ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন ( ভি এস এ), পবিপ্রবি শাখার নেতৃ বৃন্দ। অবিলম্বে তারা ডা জাহিদের উপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির আহবান করেন।
কিন্তু, কেন এই হামলা সে ব্যাপারে কি কিছু জানা গেল?