সিপিএফ-৩

নতুন জাতের একটি মুরগি উদ্ভাবন করেছে কেন্দ্রীয় প্রানিসম্পদ বিভাগ। ঢাকার মিরপুরে হাঁস – মুরগি খামারে প্রানিসম্পদ বিভাগের বিঙ্গানীরা ২০১৩ সালের অক্টোবর মাসে দেশি ও বিদেশি জাতের মুরগির ক্রস থেকে নতুন জাতের মুরগি উদ্ভাবন করেন। নতুন উদ্ভাবিত এ মুরগির জাতের নাম সিপিএফ-৩।


এ মুরগি মাএ ৪০ দিনেই দেড় কেজি ওজনের হবে। প্রতিটি মুরগির পেছনে ৪০ দিনে খাদ্য (সোয়া কেজি থেকে দেড় কেজি) ও লালন পালন বাবদ ব্যয় হচ্ছে ৮৫-৯০ টাকা। এক কেজি ওজনের একটি মুরগির দাম হবে ১৫০-১৫৫ টাকা। এর রঙ লাল ও সাদা-কালো।

লেখকঃ ডাঃ মোঃ নাহিদ হাসান

DVM, M.S in Pharmacology (BAU) E-mail: nahiddvm788@gmail.com

এটাও দেখতে পারেন

What heat stress does in poultry

যে ৪ উপায়ে বিটেইন (Betain) হিট স্ট্রেস মোকাবিলায় কাজ করে

হিট স্ট্রেস (heat stress) গবাদিপশু ও পোল্ট্রি খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা ওজন কমায়, …

২ মন্তব্য

  1. কোন জাতের মুরগির সাথে ক্রস করে সি পি এফ থ্রি উদ্ভাবন হয় জানাবেন

  2. সিপিএফ ৩ মুরগির বাচ্চা নিতে চাই।কিভাবে নিতে পারবো জানতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.