নতুন জাতের একটি মুরগি উদ্ভাবন করেছে কেন্দ্রীয় প্রানিসম্পদ বিভাগ। ঢাকার মিরপুরে হাঁস – মুরগি খামারে প্রানিসম্পদ বিভাগের বিঙ্গানীরা ২০১৩ সালের অক্টোবর মাসে দেশি ও বিদেশি জাতের মুরগির ক্রস থেকে নতুন জাতের মুরগি উদ্ভাবন করেন। নতুন উদ্ভাবিত এ মুরগির জাতের নাম সিপিএফ-৩।
এ মুরগি মাএ ৪০ দিনেই দেড় কেজি ওজনের হবে। প্রতিটি মুরগির পেছনে ৪০ দিনে খাদ্য (সোয়া কেজি থেকে দেড় কেজি) ও লালন পালন বাবদ ব্যয় হচ্ছে ৮৫-৯০ টাকা। এক কেজি ওজনের একটি মুরগির দাম হবে ১৫০-১৫৫ টাকা। এর রঙ লাল ও সাদা-কালো।
কোন জাতের মুরগির সাথে ক্রস করে সি পি এফ থ্রি উদ্ভাবন হয় জানাবেন
সিপিএফ ৩ মুরগির বাচ্চা নিতে চাই।কিভাবে নিতে পারবো জানতে চাই।