বানরের ভ্রনের প্রথম ক্লোন

ইঁদুর, শুকুর, বিড়াল, গাভী, কুকুর ও ভেড়ার পর প্রথমবারের মতো বানরের ক্লোন ভ্রুন তৈরি করতে সক্ষম হলেন বিজ্ঞানীরা । শুঁখরা মিতালিপভের নেতৃতে যুক্তরাষ্ট্রের অরেগণ হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির বিজ্ঞানীদের এ সাফল্যর কাহিনী সম্প্রতি প্রকাশিত হয় ব্রিটেনের সামিয়িকী নেচার-এ। বিজ্ঞানীরা আশা করেছেন, এর মাধ্যমে চিকিৎসা বিষিয়ক গবেষণার জন্য মানবকোষের ক্লোন তৈরির দ্বার খুলে যাবে। বিজ্ঞানীরা রেসাস মেকাক The Rhesus Macaque (Macaca mulatta) জাতীয় বানরের ভ্রন ক্লোন করেছেন। এর আগে যে প্রক্রিয়ায় ভেড়া,ডলিসহ অন্যান্য প্রাণীর ক্লোন করা হয়েছে এক্ষেএেও সেই একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে ।


সুএ :
1. Simerly, C. et al. Science 300, 297 (2003). | Article | ISI |
2. Byrne, J. A. et al. Nature advance online publication, doi: 10.1038/nature06357 (2007)
3. Cram, D. S., Song, B. & Trounson, A. O. Nature advance online publication, (2007)
4. http://www.nature.com/news/2007/071114/full/news.2007.245.html

লেখকঃ ডাঃ মোঃ নাহিদ হাসান

DVM, M.S in Pharmacology (BAU) E-mail: nahiddvm788@gmail.com

এটাও দেখতে পারেন

কোয়েল পাখি পালনে সম্ভাব্য মূলধন কত টাকা লাগবে?

১ হাজার কোয়েল পাখির খামার করতে কত টাকা মূল্ধন লাগবে দেখে নিন বিস্তারিত ভিডিও এখানে……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.