রংপুরের বদরগঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস মিয়া সড়ক দূর্ঘটনায় আজ বুধবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী…… রাজিউন।
বিকেল ৪টার দিকে মোবাইল ফোনে কথাবলা অবস্থায় পথ চলার সময় বিপরীত দিক থেকে আসা বাস তাকে ধাক্কা দিলে তিনি মারাত্বকভাবে আহত হন। এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান । হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ভেটেরিনারি সায়েন্স থেকে ডিভিএম ডিগ্রীলাভ করেন। তাঁর এক মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ছে এবং তাঁর স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তসত্তা। তাঁর বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়।
তাঁর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।