ভেটেরিনারি ডিগ্রীতে ডিপ্লোমা ডিগ্রীর প্রয়োজন আছে কি নেই এ নিয়ে ভেটসবিডি একটি অনলাইন জরিপে উঠে এসেছে, পাঠকদের ৪৩ শতাংশই মনে করেন, দেশে ভেটেরিনারিতে ডিপ্লোমা ডিগ্রীর প্রয়োজন আছে! আর ৫৫ শতাংশের মতে এর কোন প্রয়োজন নেই। বাকি ৮% এ বিষয়ে ‘মন্তব্য নেই’ বলে মতামত দিয়েছেন।
কৌতহল হয়ে কয়েকজন ভেটেরিনারিয়ানের সাথে এ ব্যাপারে কথা বলার চেষ্টা করলে তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ”এখন দেশে যে পরিমান কোয়াক আছে তাদের বেশির ভাগই তেমন কিছুই না জেনেই চিকিৎসা করে যাচ্ছে, যার ফল হচ্ছে মারাত্মক । তাই যদি এরা একটা ভালো মানের ডিপ্লোমা ডিগ্রী পায়, তবে তারা আগের চেয়ে আরো ভালোভাবে চিকিৎসা করতে পারবে। ফলে তা দেশের জন্য অবশ্যই মঙ্গল বয়ে আনবে।”
তিনি আরো বলেন. “ যেখানে ভেটেরিনারিয়ান নিয়োগ পাবার কথা সেখানে যেন কোন ভাবেই ডিপ্লোমা ডিগ্রীধারীকে নিয়োগ দেয়া না হয় সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে এবং আশা করি সরকার তা কখনই করবে না।”
পুরোনো জরিপগুলো দেখে নিন এখানে ক্লিক করে।
Vetsbd Livestock related only Bangla blog
