বার্ড ফ্লু’র কারনে চীনের সাংহাইয়ে পোল্ট্রি কেনাবেচা বন্ধ হতে যাচ্ছে

বার্ড ফ্লু’র পুনরাবৃত্তি রোধ করার জন্য আগামী ৩১ জানুয়ারি (চীনা লুনার নববর্ষের প্রথম দিন) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাংহাইয়ে পোল্ট্রি কেনা বেচা বন্ধ থাকবে।


shanghaiসাংহাই কৃষি কমিশন এবং সাংহাই বাণিজ্য কমিশন কর্তৃক প্রকাশিত একটি যৌথ বিবৃতি অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।

গত জুন থেকে বলবৎ আইন অনুসারে অনুমোদিত কোন খুচরা বা পাইকারি পোল্ট্রি বিক্রেতা এই আদেশ অমান্য করলে তাকে ১০,০০০ ইউয়ান (১,৬৪১ ইউএস ডলার) থেকে ৩০,০০০ ইউয়ান জরিমানা গুনতে হবে।

আদেশ অমান্যকারী রাস্তার পাশের লাইসেন্স বিহীন পোল্ট্রি বিক্রেতারা ‘শহুরে ব্যবস্থাপনা দল’ কর্তৃক সাজা প্রাপ্ত হবেন।

বিবৃতিতে বলা হয়, অন্য কোন প্রদেশ থেকে আনা পোল্ট্রি প্রথমে designated slaughterhouses-এ পাঠাতে হবে, সরাসরি স্থানীয় বাজারে প্রবেশ করানো যাবে না।

এবছর চীনে (H7N9) বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেলে গত এপ্রিল মাসে সাংহাইয়ে সব পোল্ট্রি মার্কেট বন্ধ করে দেয়া হয় এবং জুন মাসে এ স্থগিতাদেশ তুলে নেয়া হলে প্রায় ১১০ টি পোল্ট্রি মার্কেট আবারো ব্যবসা শুরু করতে পারে।

বিশেষজ্ঞরা বলেছিলেন, এখানে H7N9-এর পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে এবং তারা পোল্ট্রি ব্যবসা সম্পূর্ণ বন্ধ করে দেয়ার পরামর্শ দেন।

চীনের এই মূল ভুখন্ডে এই শরতে ৫টি H7N9 cases রিপোর্ট করা হয়েছে যার মধ্যে ৩টিই পার্শ্ববর্তী ঝিজিয়াং প্রদেশের এবং National Health and Family Planning Commission-এর হিসেবে সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ এখানে এ পর্যন্ত ১৩৪ টি সংক্রমনের ঘটনা রিপোর্ট করা হয়েছে যার মধ্যে ৪৫ জন মারা গিয়েছে।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.