আর মাত্র ২ দিন পরেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পূনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠান উপলক্ষ্যে বাকৃবি ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। বাকৃবি ১নং গেইট থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি অঙ্গনেই লেগেছে সাজের ছোঁয়া। সংস্কার করা, পরিস্কার-পরিচ্ছন্নতা, ধোয়া-মোছা, রং করা, আলোক-সজ্জা সবই করা হচ্ছে। ক্যাম্পাসে এক বিরাট উৎসবের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আপনারা আগেই জেনেছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসছেন। ক্যাম্পাসের প্রায় প্রতিটি মোড়েই বিশেষ তোড়ন তৈরি করা হয়েছে। তবে যেটি সবচেয়ে বেশি চোখে পড়ছে তা হলো ক্যাম্পাস জুড়ে আলোক-সজ্জা। সন্ধার পর ক্যাম্পাসে প্রবেশ করলেই একাডেমিক ভবন, আবাসিক হলগুলো, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, টিএসসি, শহীদ মিনার, একাডেমিক ভবনের সামনের রাস্তা, সবখানেই চোখ-ধাধানো আলোক-সজ্জা দেখা যাচ্ছে। প্রচুর দর্শনার্থীও এই আলোক-সজ্জা দেখার জন্য আসছেন। কেউ বলছেন “সুলতানা রাজিয়া হলেরডাই সবচে বালা অইচে”, আবার কেউ বা বলছেন “পাঁচতালারডাই সবচে বালা অইচে”, কারো চোখে আবার শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন। ফ্যাকাল্টি সাজানো নিয়েও যেন চলছে প্রতিযোগীতা। যাই হোক সবটা আর বললাম না, আকর্ষণ থেকে যাক। তবে এতোসব সাজ-সজ্জার কিছু চিত্র নিচে তুলে ধরলাম-
তাপসী রাবেয়া হল
তাপসী রাবেয়া হলের আরেকটি ভিউ
সুলতানা রাজিয়া হল
সুলতানা রাজিয়া হল-এর সামনে
সুলতানা রাজিয়া হলের আরেকটি ভিউ
একাডেমিক ভবন
আমাদের প্রিয় অডিটরিয়াম
অডিটরিয়ামের আরেকটি ভিউ
We are eagerly waiting to be the part of this Glorious Alumni of BAU .
Wishing all the brilliant success of this great event of BAU.