আপনি শুধু অন্যের লেখা পড়ছেন, আপনিও জানেন অনেক কিছু, সেগুলো প্রকাশ করারও আপনার ভিষণ ইচ্ছে, কিন্তু বাংলা কিভাবে লিখি? তার উপর যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের তো আবার অন্য সমস্যা, বাংলা কী-বোর্ড-ই নাই। এরকম সমস্যা যাদের তাদের জন্যই আমার আজকের আর্টিকেল। আসুন দেখি কিছু করা যায় কিনা-
যদি আপনি ইংরেজিতে লিখতে পারেন তবে এখানে যে পদ্ধতিটি আলোচনা করব সে পদ্ধতিতে আপনি একটু অনুশীলন করলেই ইংরেজি অক্ষর দিয়েই বাংলা লিখতে পারবেন।
ফোনেটিক-এর নাম হয়তো আপনি ইতিমধ্যেই শুনেছেন। হ্যা, অভ্র ফোনেটিক ব্যবহার করে কিভাবে আপনি সহযেই ইংরেজি থেকে বাংলা লিখতে পারেন সেটাই এখন তুলে ধরব-
আর এর জন্য যা যা লাগবে তা হলো-
১। ধৈর্য্য
২। ধৈর্য্য
৩। অভ্র কী-বোর্ড
প্রথম দুটি জিনিস আপনার মধ্যে থাকলে ৩ নম্বরটার কথা ভাবুন। যদি থাকে তো খুব ভালো। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন। ইনস্টল করুন। এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ইনস্টল করা হয়ে গেলে নিচে দেখানো ছবির মতো একটা কিছু দেখতে পাবেন। যদি তা পান তবে ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন।
আর তাতে নিচে দেখানো ছবির মতো কী-বোর্ডের অপশনগুলো দেখাবে। সেখান থেকে Avro Phonetic সিলেক্ট করুন।
এরপর কী-বোর্ডটিকে English থেকে বাংলাতে পরিবর্তন করে নিন-
এবার পাশের কী-বোর্ড চিহ্নিত বাটনটিতে ক্লিক করুন
এবার কোন কী চাপলে কোন অক্ষর পাবেন তার একটি তালিকা চলে আসবে। তালিকা অনুযায়ী যে বাংলা অক্ষরটি আপনি লিখতে চাইছেন তার ডানে যে ইংরেজি অক্ষর গুলি রয়েছে তা ক্লিক করে দেখুন। যেমন ‘ক’ লেখার জন্য k চাপুন। ‘খ’ লিখার জন্য kh চাপুন।
চার্টটিতে দেখুন কিছু ইংরেজি অক্ষর small letter আর কিছু অক্ষর capital letter-এ আছে, বুঝতেই পারছেন capital letter মানে আপনাকে shift চেপে ধরে ঐ অক্ষরটি চাপতে হবে। ‘ডক্টর’ শব্দটি লিখতে লিখুন ‘DokTor’ মানে ঠিক এই ভাবে->Shift D o k Shift T o r) দেখুন হয়েছে কিনা? ‘রাণীক্ষেত’-> raNikShet , এভাবে চেষ্টা করতে থাকুন, একটা করে শব্দ ভাবুন আর চেষ্টা করুন। কিছুক্ষণ অনুশীলন করলেই দেখবেন হয়ে যাচ্ছে। এই আর্টিকেলের নিচে মন্তব্য লেখার ঘরেই চেষ্টা করে দেখুননা। আর কোন শব্দ না পারলে তা কিভাবে লিখতে হবে তা ইংরেজিতে লিখে মন্তব্য করুন, আমি দেখিয়ে দেব। আরে মানুষ চেষ্টা করলে কি না পারে? আপনিও পারবেন।
ভালো হইছে………।।
ধন্যবাদ……………