বাজারে এলো এসিডল

“বিশুদ্ধ পানির জন্য” এই স্লোগান নিয়ে পোল্ট্রীর জন্য নোভারটিস (বাংলাদেশ) লিঃ নিয়ে এলো এসিডল।


একের ভিতর তিন

একটি প্রোডাক্টের ৩টি কাজ-

  • পানির পিএইচ কমায়,
  • খাদ্যের বি-ভ্যালু কমায়,
  • পানির বিশুদ্ধতা নিশ্চিত করে।

এসিডল পানির ক্ষতিকর জীবাণু যেমন ই-কলাই, সালমোনেলা, ক্লোসট্রিডিয়াম, ক্যামপাইলোব্যাকটার প্রজাতি ইত্যাদির বংশ বিস্তার রোধের মাধ্যমে পানির বিশুদ্ধতা নিশ্চিত করে।

 

 

 

মূল উপাদানঃ

ফসফরিক এসিড ১০%
প্রোপায়নিক এসিড ৫%
বেনজয়িক এসিড ৫%
এসিটিক এসিড ১০%
ল্যাকটিক এসিড ২%
এক্টিভেটর ও স্টেবিলাইজার কিউ এস

 

কিভাবে কাজ করেঃ

৩টি ধাপে কাজ করে-

১। অসংশ্লেষিত (Undissociated) জৈব এসিড ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের লিপিড ঝিল্লিতে প্রবেশ করে

২। জৈব এসিড সংশ্লেষিত (Dissociated) হয়ে প্রোটন ও এনায়ন তৈরি করে।

৩। অন্তঃকোষীয় আয়ন বৃদ্ধি পেয়ে কোষের Cytoplasm নষ্ট হয় (Decarboxylase ও Catalysis এর মাধ্যমে), ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায়।

 

উপকারিতাঃ

Acidol

 

  • পানির পিএইচ কমায়
  • পানিতে ও পানির পাইপ লাইনে ব্যাকটেরিয়া ও শ্যাওলার () বংশ বিস্তার রোধ করে
  • মৃত্যুহার কমায়
  • খাদ্যের বি-ভ্যালু কমায়
  • খাদ্য হজম ও শোষণ প্রক্রিয়া উন্নত করে
  • খাদ্য রুপান্কর হার বাড়ায়
  • দৈহিক ওজন বৃদ্ধি করে
  • লিটারে এমোনিয়া গ্যাসের মাত্রা কমায়
  • খাদ্যের পুষ্টি ও গুণগত মান রক্ষা করে
  • ক্রপ ও অন্ত্রনালির পিএইচ কমায়, ফলে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায়।

মাত্রা ও প্রয়োগবিধিঃ

পানিতেঃ ব্রয়লার, লেয়ার ও ব্রিডারে ১ মিলি/৫লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পানির পিএইচ ৪.০০-৪.৪০ এর মধ্যে নিয়ন্ত্রিত হয়।

খাদ্যেঃ ১লিটার/১টন খাদ্যে স্প্রের মাধ্যমে মিশাতে হবে।

সরবারহঃ ১ লিটার বোতল।

সতর্কতাঃ চোখ ও মুখের সংস্পর্শ থেকে দূরে রাখুন। চোখের সংস্পর্শে এলে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেখকঃ ডাঃ জসীম উদ্দীন

টেরিটরি ম্যানজার, নোভারটিস (বাংলাদেশ) লিঃ, ডিভিএম (বাকৃবি), এম এস ইন ফিজিওলজি (বাকৃবি)

এটাও দেখতে পারেন

BetaMax Vet

ঔষধ পরিচিতিঃ BetaMax®Vet

BetaMax® Vet পোল্ট্রিতে স্ট্রেস ম্যাসেজ করার একটি সল্যুশন। এতে ৪৭% বিটেইন (Betain) রয়েছে। অর্থাৎ প্রতি …

৪ মন্তব্য

  1. Dr Jasim ,
    Well done , Keep it up.

  2. মুরগির কোন সমস্যা থাকলে কি এই ঔষধ কি খাওয়ানো যাবে??? যেমন কিডনি সমস্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.